Ajker Patrika

বনের গাছ কেটে চাষাবাদের চেষ্টায় মামলা, গ্রেপ্তার ১

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 
গ্রেপ্তার কামরুজ্জামান। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার কামরুজ্জামান। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের নবাবগঞ্জে বন বিভাগের সৃজিত গাছ কেটে জমি দখলের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কামরুজ্জামান (৩৮) উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর (মোহাম্মদপুর) এলাকার মৃত কুরশা মন্ডলের ছেলে।

মামলা এজাহারে জানা গেছে, গত ২০২০-২১ অর্থ বছরে ২ দশমিক ৫০ একর জমিতে আকাশমণি গাছের চারা রোপণ করা হয়। গত ১৬ অক্টোবর রাতের আঁধারে আসামিদের প্ররোচনায় সৃজিত গাছ কেটে জমি দখল নেয় দুষ্কৃতকারীরা। এ ঘটনায় গতকাল হরিপুর বিট কর্মকর্তা মো. শামসুল ইসলাম বাদী হয়ে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। রাতেই কামরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ আজকের পত্রিকাকে বলেন, হরিপুর বিট অফিসের লাগানো গাছ কেটে জমি নিজেদের দখল নেওয়ায় একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত