উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে তিন বছরের সাজার ভয়ে আট বছর ভিক্ষুক সেজে আত্মগোপনে ছিলেন চুরির মামলার এক আসামি। অবশেষে রংপুরের লালবাগ এলাকা থেকে ভিক্ষা করার সময় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ সোমবার ওই আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) রুহুল আমীন।
গ্রেপ্তার হওয়া সাজাপ্রাপ্ত ওই আসামি হলেন চাঁন মিয়া (৫৩)। তিনি কুড়িগ্রামের উলিপুর পৌরসভার হায়াৎখাঁ এলাকার লতিফ মিয়ার ছেলে। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কুড়িগ্রাম পৌর শহরের শ্রীশ্রী গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও অন্যান্য মালামাল চুরির ঘটনায় ২০০৮ সালে মামলা হয়। মামলার পর গত ২০১৫ সালে আদালত ওই মামলায় অভিযুক্ত উলিপুর হায়াৎখাঁ এলাকার চাঁন মিয়াকে ৩ বছরের সাজা দেন। এরপর থেকে সাজার ভয়ে তিনি দীর্ঘ ৮ বছর ধরে বিভিন্ন জেলায় ছদ্মবেশে পালিয়ে ছিলেন।
এদিকে দীর্ঘদিন ধরে উলিপুর থানা-পুলিশ ওই আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্নভাবে চেষ্টা অব্যাহত রাখেন। এরই ধারাবাহিকতায় পুলিশ আসামির অবস্থান শনাক্ত করে গতকাল রোববার রংপুর নগরীর লালবাগ এলাকায় ভিক্ষা করার সময় তাঁকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি চাঁন মিয়া ৩ বছরের সাজার ভয়ে ৮ বছর ধরে ভিক্ষুক সেজে পলাতক ছিলেন। উলিপুর থানা-পুলিশ চৌকস তদন্তে ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক সাজাপ্রাপ্ত আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
কুড়িগ্রামের উলিপুরে তিন বছরের সাজার ভয়ে আট বছর ভিক্ষুক সেজে আত্মগোপনে ছিলেন চুরির মামলার এক আসামি। অবশেষে রংপুরের লালবাগ এলাকা থেকে ভিক্ষা করার সময় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ সোমবার ওই আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) রুহুল আমীন।
গ্রেপ্তার হওয়া সাজাপ্রাপ্ত ওই আসামি হলেন চাঁন মিয়া (৫৩)। তিনি কুড়িগ্রামের উলিপুর পৌরসভার হায়াৎখাঁ এলাকার লতিফ মিয়ার ছেলে। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কুড়িগ্রাম পৌর শহরের শ্রীশ্রী গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও অন্যান্য মালামাল চুরির ঘটনায় ২০০৮ সালে মামলা হয়। মামলার পর গত ২০১৫ সালে আদালত ওই মামলায় অভিযুক্ত উলিপুর হায়াৎখাঁ এলাকার চাঁন মিয়াকে ৩ বছরের সাজা দেন। এরপর থেকে সাজার ভয়ে তিনি দীর্ঘ ৮ বছর ধরে বিভিন্ন জেলায় ছদ্মবেশে পালিয়ে ছিলেন।
এদিকে দীর্ঘদিন ধরে উলিপুর থানা-পুলিশ ওই আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্নভাবে চেষ্টা অব্যাহত রাখেন। এরই ধারাবাহিকতায় পুলিশ আসামির অবস্থান শনাক্ত করে গতকাল রোববার রংপুর নগরীর লালবাগ এলাকায় ভিক্ষা করার সময় তাঁকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি চাঁন মিয়া ৩ বছরের সাজার ভয়ে ৮ বছর ধরে ভিক্ষুক সেজে পলাতক ছিলেন। উলিপুর থানা-পুলিশ চৌকস তদন্তে ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক সাজাপ্রাপ্ত আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বেলিজের পতাকাবাহী ‘এমটি আরহাইন’ নামের একটি ট্যাংকার জাহাজের সঙ্গে পানামার পতাকাবাহী ‘ইয়ং ইউয়ে-১১’ নামের একটি কনটেইনারবাহী জাহাজের সংঘর্ষ হয়। বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
১ সেকেন্ড আগেখুলনার তেরখাদা উপজেলায় ৬টি অবৈধ ইটভাটা বন্ধসহ কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার এসব অবৈধ ইটভাটা বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আঁখি শেখ।
৮ মিনিট আগেহবিগঞ্জে মূল্যতালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ীকে ভোক্তা অধিদপ্তর জরিমানা করায় জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতির বাসায় হামলা-ভাঙচুর হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ীসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
১২ মিনিট আগেনগর-শহর, গ্রামগঞ্জ—সর্বত্রই ব্যক্তিগত-প্রাতিষ্ঠানিক প্রচারে ‘অন্যতম সহযোগী’ হিসেবে ব্যবহৃত হচ্ছে গাছ। লোহার পেরেক পুঁতে সহজে প্রচারসামগ্রী গাছে ঝুলিয়ে রাখা হয়। ফলে গাছের স্বাভাবিক জীবনপ্রবাহ বাধাগ্রস্ত হয়। এসব গাছ সুরক্ষায় মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
১৬ মিনিট আগে