পঞ্চগড় প্রতিনিধি
আওয়ামী লীগের নেতা-কর্মীরা শেখ হাসিনার ওপর এত ভরসা করত, কিন্তু তাদের খোলা মাঠে রেখে ভয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছে। গতকাল শুক্রবার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ সরকার জেল খাটিয়েছে, গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে, বাড়িতে থাকতে দেয় নাই। বউ-বাচ্চাসহ বাড়ি ছাড়তে হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই ফ্যাসিস্ট, খুনি হাসিনা প্রশাসনকে অপব্যবহার করে যে কাজগুলো করছে, এই কাজের ফল কী হতে পারে?’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা হাসিনার ওপর এত ভরসা করত, কিন্তু তাদের খোলা মাঠে রেখে ভয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, সেই শিক্ষা আমাদের নিতে হবে। এই একই কাজ যেন আমরা ভবিষ্যতে না করি। যারা ভালো, যারা ভালো কাজ করেছে, কোনো অপকর্মের সঙ্গে জড়িত ছিল না, কোনো ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত ছিল না—তারা যে দলেরই হোক না কেন তাদের সঙ্গে যেন নতুন করে অন্যায় না হয়।’
তিনি আরও বলেন, ‘যখন কেউ দুই বছর, তিন বছর, পাঁচ বছর পর ক্ষমতায় আসবে, ১০-২০ বছর পরে ক্ষমতায় আসবে, তাঁরা যদি একই কাজ করে; তাহলে গ্রামের ভাষায় বলি, এক দলের সঙ্গে আরেক দলের কামড়াকামড়ির সারা জীবন চলতে থাকবে। সুস্থ পরিবেশ রাজনৈতিক চর্চা কোনো দিন এস্টাবলিশ হবে না।’
অন্যায়-অত্যাচারকারীদের শাস্তির আওতায় আনা দর উল্লেখ করে সারজিস আলম আরও বলেন, ‘আর কোনো দোসর যদি বিগত সময়ে অন্যায় করে, থাকে অত্যাচার করে থাকে, কোনো অপকর্মের সঙ্গে জড়িত থাকে—তাদের আইনগতভাবে যে শাস্তি হওয়া উচিত, সেই শাস্তি যেন হয়। কিন্তু একইভাবে কোনো নির্দোষ মানুষ যেন কোনোভাবে অন্যায়ের শিকার না হয়।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমরা হিন্দু-মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে একই হোটেলের পাশাপাশি চেয়ারে বসে, একই বাড়িতে একই টেবিলে পাশাপাশি বসে খাওয়াদাওয়া করি, আড্ডা দেই, রাতে এক বিছানায় ঘুমাই। এই ধর্মীয় সম্প্রীতি যেন নষ্ট না হয়। কেউ যেন এটাকে ব্যবহার করে আমাদের মাঝে বিভাজন তৈরি না করতে পারে।’
আওয়ামী লীগের নেতা-কর্মীরা শেখ হাসিনার ওপর এত ভরসা করত, কিন্তু তাদের খোলা মাঠে রেখে ভয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছে। গতকাল শুক্রবার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ সরকার জেল খাটিয়েছে, গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে, বাড়িতে থাকতে দেয় নাই। বউ-বাচ্চাসহ বাড়ি ছাড়তে হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই ফ্যাসিস্ট, খুনি হাসিনা প্রশাসনকে অপব্যবহার করে যে কাজগুলো করছে, এই কাজের ফল কী হতে পারে?’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা হাসিনার ওপর এত ভরসা করত, কিন্তু তাদের খোলা মাঠে রেখে ভয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, সেই শিক্ষা আমাদের নিতে হবে। এই একই কাজ যেন আমরা ভবিষ্যতে না করি। যারা ভালো, যারা ভালো কাজ করেছে, কোনো অপকর্মের সঙ্গে জড়িত ছিল না, কোনো ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত ছিল না—তারা যে দলেরই হোক না কেন তাদের সঙ্গে যেন নতুন করে অন্যায় না হয়।’
তিনি আরও বলেন, ‘যখন কেউ দুই বছর, তিন বছর, পাঁচ বছর পর ক্ষমতায় আসবে, ১০-২০ বছর পরে ক্ষমতায় আসবে, তাঁরা যদি একই কাজ করে; তাহলে গ্রামের ভাষায় বলি, এক দলের সঙ্গে আরেক দলের কামড়াকামড়ির সারা জীবন চলতে থাকবে। সুস্থ পরিবেশ রাজনৈতিক চর্চা কোনো দিন এস্টাবলিশ হবে না।’
অন্যায়-অত্যাচারকারীদের শাস্তির আওতায় আনা দর উল্লেখ করে সারজিস আলম আরও বলেন, ‘আর কোনো দোসর যদি বিগত সময়ে অন্যায় করে, থাকে অত্যাচার করে থাকে, কোনো অপকর্মের সঙ্গে জড়িত থাকে—তাদের আইনগতভাবে যে শাস্তি হওয়া উচিত, সেই শাস্তি যেন হয়। কিন্তু একইভাবে কোনো নির্দোষ মানুষ যেন কোনোভাবে অন্যায়ের শিকার না হয়।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমরা হিন্দু-মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে একই হোটেলের পাশাপাশি চেয়ারে বসে, একই বাড়িতে একই টেবিলে পাশাপাশি বসে খাওয়াদাওয়া করি, আড্ডা দেই, রাতে এক বিছানায় ঘুমাই। এই ধর্মীয় সম্প্রীতি যেন নষ্ট না হয়। কেউ যেন এটাকে ব্যবহার করে আমাদের মাঝে বিভাজন তৈরি না করতে পারে।’
কৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
১ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সাদাপাথরে লুটে আলোচনা-সমালোচনার সপ্তাহখানেক পর শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীর বাদী হয়ে এই মামল
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার আলীমনগর ঘাট থেকে এক যুবককে মাদকসহ আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসী পাল্টাপাল্টি দাবি করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের কোথালীপাড়া এলাকায় চারজন বিজিবি সদস্য রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহমেদ টুটুলকে (৩০) আটক করে
৩ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৪ ঘণ্টা আগে