নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজামের বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে জেলার সদর থানায় তিনিসহ তিনজনের নামে লিখিত অভিযোগ দিয়েছেন হৃদয় সরকার নামের এক ব্যক্তি। গতকাল শনিবার দুপুরে নীলফামারীর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
হৃদয় সরকার জেলা শহরের বাবুপাড়া রবিউল ইসলাম দুলালের ছেলে। অভিযোগ ওঠা নেতা হলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজাম, সদর উপজেলার খোকশাবাড়ি এলাকার কামরুল ইসলাম ও শহরের বাবু পাড়া এলাকার লিখন ইসলাম।
অভিযোগ থেকে জানা গেছে, গতকাল দুপুরে নীলফামারী কেন্দ্রীয় কবরস্থান মোড় থেকে উকিলের মোড়ের দিকে যাচ্ছিলেন হৃদয়। এ সময় মোজামসহ ১০ থেকে ১২ জন যুবক হৃদয়ের পথ রোধ করেন। পরে ধারালো অস্ত্র গলায় ধরে তাঁর কাছ থেকে এক লাখ টাকা দাবি করেন তাঁরা। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ সময় হৃদয়ের চিৎকারে স্থানীয়রা এলে তাঁরা পালিয়ে যান।
হৃদয় সরকার বলেন, ‘কোনো কারণ ছাড়াই মোজামসহ কয়েকজন মারধর করেছেন আমাকে। স্থানীয় লোকজন না এলে হয়েতো মেরে ফেলতো। তাঁরা যাওয়ার সময় বলে গেছে, “আজ তুই বাঁচি গেলেও এরপর তোকে সুযোগমতো পাইলে প্রাণে মেরে লাশ গুম করে দেব, তোর হাত পা ভেঙে চিরতরে পঙ্গু করে দিব। ” আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি।’
অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজাম বলেন, ‘যেহেতু রাজনীতি করি এসব অভিযোগ আসতেই পারে। যাকে আমি মানুষের মারধরের হাত থেকে রক্ষা করে রিকশায় পাঠিয়ে দিলাম সে যদি এখন আমার বিরুদ্ধে অভিযোগ করে তাহলে কিছু করার নাই। সেখানে সিসিটিভি আছে থানা-পুলিশ ফুটেজ দেখবে আমি ঘটনার সঙ্গে জড়িত ছিলাম কিনা।’
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স বলেন, ‘এমনটা আমিও শুনেছি। এখন সত্য-মিথ্যা পুলিশ-প্রশাসন তদন্ত করে দেখবে। এর আগেও তাঁর বিরুদ্ধে এ রকম অভিযোগ শোনা গেলেও সত্যতা পাওয়া যায়নি।’
নীলফামারী সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চাঁদা দাবির অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
নীলফামারী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজামের বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে জেলার সদর থানায় তিনিসহ তিনজনের নামে লিখিত অভিযোগ দিয়েছেন হৃদয় সরকার নামের এক ব্যক্তি। গতকাল শনিবার দুপুরে নীলফামারীর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
হৃদয় সরকার জেলা শহরের বাবুপাড়া রবিউল ইসলাম দুলালের ছেলে। অভিযোগ ওঠা নেতা হলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজাম, সদর উপজেলার খোকশাবাড়ি এলাকার কামরুল ইসলাম ও শহরের বাবু পাড়া এলাকার লিখন ইসলাম।
অভিযোগ থেকে জানা গেছে, গতকাল দুপুরে নীলফামারী কেন্দ্রীয় কবরস্থান মোড় থেকে উকিলের মোড়ের দিকে যাচ্ছিলেন হৃদয়। এ সময় মোজামসহ ১০ থেকে ১২ জন যুবক হৃদয়ের পথ রোধ করেন। পরে ধারালো অস্ত্র গলায় ধরে তাঁর কাছ থেকে এক লাখ টাকা দাবি করেন তাঁরা। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ সময় হৃদয়ের চিৎকারে স্থানীয়রা এলে তাঁরা পালিয়ে যান।
হৃদয় সরকার বলেন, ‘কোনো কারণ ছাড়াই মোজামসহ কয়েকজন মারধর করেছেন আমাকে। স্থানীয় লোকজন না এলে হয়েতো মেরে ফেলতো। তাঁরা যাওয়ার সময় বলে গেছে, “আজ তুই বাঁচি গেলেও এরপর তোকে সুযোগমতো পাইলে প্রাণে মেরে লাশ গুম করে দেব, তোর হাত পা ভেঙে চিরতরে পঙ্গু করে দিব। ” আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি।’
অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজাম বলেন, ‘যেহেতু রাজনীতি করি এসব অভিযোগ আসতেই পারে। যাকে আমি মানুষের মারধরের হাত থেকে রক্ষা করে রিকশায় পাঠিয়ে দিলাম সে যদি এখন আমার বিরুদ্ধে অভিযোগ করে তাহলে কিছু করার নাই। সেখানে সিসিটিভি আছে থানা-পুলিশ ফুটেজ দেখবে আমি ঘটনার সঙ্গে জড়িত ছিলাম কিনা।’
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স বলেন, ‘এমনটা আমিও শুনেছি। এখন সত্য-মিথ্যা পুলিশ-প্রশাসন তদন্ত করে দেখবে। এর আগেও তাঁর বিরুদ্ধে এ রকম অভিযোগ শোনা গেলেও সত্যতা পাওয়া যায়নি।’
নীলফামারী সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চাঁদা দাবির অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পরীক্ষার প্রশ্নপত্রের ছবি এক শিক্ষক ফেসবুকে প্রকাশ করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষকের নাম রঞ্জিত কুমার ঘোষ। তিনি রাধাগঞ্জ ইউনিয়নের খাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তিনি চতুর্থ শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষার ইংরেজি বিষয়ের
১৩ মিনিট আগেময়মনসিংহের ভালুকায় সজল মিয়া (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে একটি মাছের খামার থেকে ভাসমান অবস্থায় ওই মরদেহটি পাওয়া যায়।
১৫ মিনিট আগেশিরকের অভিযোগে মাদারীপুরে শতবর্ষী বটগাছ কেটে ফেলার ঘটনায় সামাজিক বন কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলার প্রশাসন। কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
১৮ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈরে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। লুট করা হয়েছে টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালপত্র। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বরাব এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে