Ajker Patrika

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে আগুন, বিচার দাবি

পলাশবাড়ী (গাইবান্ধা)  প্রতিনিধি
বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীর বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত আসামিরা ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এর প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ শুক্রবার সকালে উপজেলার ধাপেরহাট বন্দরে গোবিন্দপুর (হিঙ্গারপাড়া) গ্রামবাসীর আয়োজনে মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এতে ভুক্তভোগী ব্যবসায়ী রবিউল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা জানান, একই গ্রামের রবিউল ইসলাম (৪০) ও আব্দুর রহিম মিয়ার (৫০) মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ১৭ জুন গভীর রাতে রহিম মিয়ার নেতৃত্বে দলবদ্ধ হয়ে লোকজন পেট্রল ঢেলে রবিউলের বসতবাড়িতে আগুন দেয়। অগ্নিকাণ্ডে পুড়ে যায় চার কক্ষবিশিষ্ট আধা পাকা ঘর, একটি টিনশেড ঘর ও একটি মনিহারি দোকান। রবিউল ইসলামের দাবি, আগুনে বাড়ি, নগদ টাকা ও মালামালসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ওই ঘটনার তিন দিন পর গত ২০ জুন তিনি সাদুল্লাপুর থানায় রহিম মিয়াসহ সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন। কিন্তু দেড় মাস পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। এমনকি তদন্তেও কোনো অগ্রগতি নেই। উল্টো আসামিরা মামলা তুলে নিতে তাঁকে ও তাঁর পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

মানববন্ধনে বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। শুধু তা-ই নয়, যেকোনো মুহূর্তে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিরও আশঙ্কা আছে।

এ বিষয়ে জানতে চাইলে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘অগ্নিসংযোগের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। পুলিশ গুরুত্বের সঙ্গে মামলাটি দেখছে। আশা করি, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

পাহাড়সম প্রত্যাশার পথে ভুল আর বাধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত