Ajker Patrika

বীরগঞ্জে অজ্ঞাত রোগে খামারির ২৫ গরুর মৃত্যু

দিনাজপুর ও বীরগঞ্জ প্রতিনিধি
বীরগঞ্জে অজ্ঞাত রোগে খামারির ২৫ গরুর মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে একটি খামারে অজ্ঞাত রোগে গত তিন দিনে ২৫ গরুর মৃত্যু হয়েছে। উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণ নগর ঘোষপাড়ার গোপাল ঘোষের খামারে এ ঘটনা ঘটে। এতে ওই খামারিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। 

খবর পেয়ে গতকাল শনিবার রাত থেকে উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের দুজন সদস্য ঘটনাস্থলে অবস্থান করছেন বলে জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। 

জানা যায়, খামারে থাকা গরুগুলোর মুখ দিয়ে লালা আসার কিছুক্ষণের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েছে। এতে একের পর এক গরু মারা যাচ্ছে। হঠাৎ করে অজ্ঞাত রোগে গরু মারা যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন পশু মালিক ও খামারিরা। 

খামারি গোপাল ঘোষ আজকের পত্রিকাকে বলেন, তার গরুর খামারে ১৩০টি বিভিন্ন প্রজাতির গরু রয়েছে। গত বৃহস্পতিবার দিনের বেলা হঠাৎ করে খামারের কয়েকটা গরু অসুস্থ হয়ে পড়ে। এরপর রাত থেকে গরুর মুখ দিয়ে লালা পড়ার শুরু করে। কোন কিছু বুঝে ওঠার আগেই একের পর এক গরু মৃত্যুর কোলে ঢলে পড়ে। আজ (রোববার) পর্যন্ত খামারের ২৫টি গরু মারা গেছে বলে জানান তিনি। 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. ওসমান গণি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে রোগটিকে এসএমজি ফুট অ্যান্ড মাউথ রোগে পশুগুলো আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পানি শূন্যতার কারণে পশুগুলো মারা গিয়ে থাকতে পারে।’ 

তিনি আরও বলেন, ‘খামারটিতে বেশ কিছু ত্রুটি রয়েছে। সেগুলো সমাধানের পাশাপাশি পানি শূন্যতা পূরণে স্যালাইন ও তাপমাত্রা নিয়ন্ত্রণে মেঝেতে খড় বিছাতে পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আমাদের দুজন মাঠকর্মী সেখানে সার্বক্ষণিক অবস্থান করছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত