দিনাজপুর প্রতিনিধি
টানা পাঁচ দিনের বর্ষণ আর উজানের ঢলে দিনাজপুরে নদ-নদীর পানি বেড়েছে। বিশেষ করে শহরে পুনর্ভবা নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদীগুলোর পানিও বিপৎসীমা ছুঁই ছুঁই।
গতকাল রোববার আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দিনাজপুরে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৭০ মিলিমিটার। এর মধ্যে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ সোমবার নতুন করে বৃষ্টি না হলেও উজান থেকে নেমে আসা পানিতে নদীর পানি বাড়ছে। এতে নদীর তীরবর্তী ৩ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। তারা শহর রক্ষা বাঁধসহ বিভিন্ন নিরাপস্থানে আশ্রয় নিয়েছেন। গতকাল রাত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন।
পুনর্ভবা নদী সংলগ্ন লালবাগ, শান্তির মোড়, গোবরাপাড়া, মাঝাডাঙ্গা, বাঙ্গিবেচাঘাট ও হঠাৎপাড়া এলাকা ঘুরে দেখা যায়, প্রায় ৩ শতাধিক পরিবার রাস্তার ধারে আশ্রয় নিয়েছে। লালবাগ শান্তিরমোড় এলাকায় আব্দুল মজিদ বলেন, গত রাতে তাদের বাড়িতে পানি উঠে। পরে ভোররাতে ঘর থেকে চৌকি নিয়ে এসে সড়কের পাশে পলিথিনের শামিয়ানা টাঙিয়ে আশ্রয় নিয়েছেন। আজকে বৃষ্টি না হলেও নদীর পানি বাড়ছেই।
গোবরাপাড়া এলাকার সোহেল বলেন, পুনর্ভবার নদীর পাড়ে আজকে কম করে হলেও শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। অনেক দিন বন্যা না হওয়ায় মানুষের কোন প্রস্তুতি নেই। তাই মানুষজন বেশ কষ্টে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সিদ্দিকুর জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পুনর্ভবা নদীর বিপৎসীমা ৩৩ দশমিক ৫ মিটার। আজ বেলা ৩টায় এই নদীর পানি প্রবাহিত হয় ৩৩ দশমিক ১৪ মিটারের ওপর দিয়ে। অর্থাৎ বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পুনর্ভবা নদীর পানি।’
তিনি আরও বলেন, ‘আত্রাই নদীর বিপৎসীমা ৩৯ দশমিক ১৫ মিটার, প্রবাহিত হচ্ছে ৩৮ দশমিক ৯৮ মিটার দিয়ে। ছোট যমুনা নদীর বিপৎসীমা ২৯ দশমিক ৫০ মিটার, প্রবাহিত হচ্ছে ২৯ দশমিক ৮৬ মিটার দিয়ে। পুনর্ভবা ও আত্রাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে ছোট যমুনা নদীর পানি থেমে রয়েছে। সোমবার রাত থেকে পানি কমতে শুরু করবে বলে ধারণা করছি।’
জেলা প্রশাসক শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যা দুর্গত মানুষের মধ্যে প্রাথমিকভাবে সাড়ে তিন শত বস্তা শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এ ছাড়া জেলায় ৫৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। সব উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করছেন।’
টানা পাঁচ দিনের বর্ষণ আর উজানের ঢলে দিনাজপুরে নদ-নদীর পানি বেড়েছে। বিশেষ করে শহরে পুনর্ভবা নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদীগুলোর পানিও বিপৎসীমা ছুঁই ছুঁই।
গতকাল রোববার আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দিনাজপুরে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৭০ মিলিমিটার। এর মধ্যে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ সোমবার নতুন করে বৃষ্টি না হলেও উজান থেকে নেমে আসা পানিতে নদীর পানি বাড়ছে। এতে নদীর তীরবর্তী ৩ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। তারা শহর রক্ষা বাঁধসহ বিভিন্ন নিরাপস্থানে আশ্রয় নিয়েছেন। গতকাল রাত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন।
পুনর্ভবা নদী সংলগ্ন লালবাগ, শান্তির মোড়, গোবরাপাড়া, মাঝাডাঙ্গা, বাঙ্গিবেচাঘাট ও হঠাৎপাড়া এলাকা ঘুরে দেখা যায়, প্রায় ৩ শতাধিক পরিবার রাস্তার ধারে আশ্রয় নিয়েছে। লালবাগ শান্তিরমোড় এলাকায় আব্দুল মজিদ বলেন, গত রাতে তাদের বাড়িতে পানি উঠে। পরে ভোররাতে ঘর থেকে চৌকি নিয়ে এসে সড়কের পাশে পলিথিনের শামিয়ানা টাঙিয়ে আশ্রয় নিয়েছেন। আজকে বৃষ্টি না হলেও নদীর পানি বাড়ছেই।
গোবরাপাড়া এলাকার সোহেল বলেন, পুনর্ভবার নদীর পাড়ে আজকে কম করে হলেও শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। অনেক দিন বন্যা না হওয়ায় মানুষের কোন প্রস্তুতি নেই। তাই মানুষজন বেশ কষ্টে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সিদ্দিকুর জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পুনর্ভবা নদীর বিপৎসীমা ৩৩ দশমিক ৫ মিটার। আজ বেলা ৩টায় এই নদীর পানি প্রবাহিত হয় ৩৩ দশমিক ১৪ মিটারের ওপর দিয়ে। অর্থাৎ বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পুনর্ভবা নদীর পানি।’
তিনি আরও বলেন, ‘আত্রাই নদীর বিপৎসীমা ৩৯ দশমিক ১৫ মিটার, প্রবাহিত হচ্ছে ৩৮ দশমিক ৯৮ মিটার দিয়ে। ছোট যমুনা নদীর বিপৎসীমা ২৯ দশমিক ৫০ মিটার, প্রবাহিত হচ্ছে ২৯ দশমিক ৮৬ মিটার দিয়ে। পুনর্ভবা ও আত্রাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে ছোট যমুনা নদীর পানি থেমে রয়েছে। সোমবার রাত থেকে পানি কমতে শুরু করবে বলে ধারণা করছি।’
জেলা প্রশাসক শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যা দুর্গত মানুষের মধ্যে প্রাথমিকভাবে সাড়ে তিন শত বস্তা শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এ ছাড়া জেলায় ৫৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। সব উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করছেন।’
পাবনার সাঁথিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। নিহত গৃহবধূ উপজেলার পাগলা গ্রামের শাকিল হোসেনের স্ত্রী খাদেজা (২৩)। তিনি আত্রাইশুকা গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।
৫ মিনিট আগেহবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতার ওপর হামলা হয়েছে। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেদেশে এখন বিনিয়োগের সার্কাস চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আমরা তো এখন বিনিয়োগের সার্কাস দেখছি। যারা বিনিয়োগ বোঝে, তারা জানে বিনিয়োগ হবে না। যখন জনগণের ভোটে নির্বাচিত সরকার হবে, তখনই বিনিয়োগকারীরা আশ্বস্ত হবে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজি অটোরিকশা আরোহী মা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই গৃহবধূর স্বামী। তিনি নিজেই অটোরিকশা চালাচ্ছিলেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে