দিনাজপুর প্রতিনিধি
টানা পাঁচ দিনের বর্ষণ আর উজানের ঢলে দিনাজপুরে নদ-নদীর পানি বেড়েছে। বিশেষ করে শহরে পুনর্ভবা নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদীগুলোর পানিও বিপৎসীমা ছুঁই ছুঁই।
গতকাল রোববার আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দিনাজপুরে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৭০ মিলিমিটার। এর মধ্যে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ সোমবার নতুন করে বৃষ্টি না হলেও উজান থেকে নেমে আসা পানিতে নদীর পানি বাড়ছে। এতে নদীর তীরবর্তী ৩ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। তারা শহর রক্ষা বাঁধসহ বিভিন্ন নিরাপস্থানে আশ্রয় নিয়েছেন। গতকাল রাত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন।
পুনর্ভবা নদী সংলগ্ন লালবাগ, শান্তির মোড়, গোবরাপাড়া, মাঝাডাঙ্গা, বাঙ্গিবেচাঘাট ও হঠাৎপাড়া এলাকা ঘুরে দেখা যায়, প্রায় ৩ শতাধিক পরিবার রাস্তার ধারে আশ্রয় নিয়েছে। লালবাগ শান্তিরমোড় এলাকায় আব্দুল মজিদ বলেন, গত রাতে তাদের বাড়িতে পানি উঠে। পরে ভোররাতে ঘর থেকে চৌকি নিয়ে এসে সড়কের পাশে পলিথিনের শামিয়ানা টাঙিয়ে আশ্রয় নিয়েছেন। আজকে বৃষ্টি না হলেও নদীর পানি বাড়ছেই।
গোবরাপাড়া এলাকার সোহেল বলেন, পুনর্ভবার নদীর পাড়ে আজকে কম করে হলেও শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। অনেক দিন বন্যা না হওয়ায় মানুষের কোন প্রস্তুতি নেই। তাই মানুষজন বেশ কষ্টে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সিদ্দিকুর জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পুনর্ভবা নদীর বিপৎসীমা ৩৩ দশমিক ৫ মিটার। আজ বেলা ৩টায় এই নদীর পানি প্রবাহিত হয় ৩৩ দশমিক ১৪ মিটারের ওপর দিয়ে। অর্থাৎ বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পুনর্ভবা নদীর পানি।’
তিনি আরও বলেন, ‘আত্রাই নদীর বিপৎসীমা ৩৯ দশমিক ১৫ মিটার, প্রবাহিত হচ্ছে ৩৮ দশমিক ৯৮ মিটার দিয়ে। ছোট যমুনা নদীর বিপৎসীমা ২৯ দশমিক ৫০ মিটার, প্রবাহিত হচ্ছে ২৯ দশমিক ৮৬ মিটার দিয়ে। পুনর্ভবা ও আত্রাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে ছোট যমুনা নদীর পানি থেমে রয়েছে। সোমবার রাত থেকে পানি কমতে শুরু করবে বলে ধারণা করছি।’
জেলা প্রশাসক শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যা দুর্গত মানুষের মধ্যে প্রাথমিকভাবে সাড়ে তিন শত বস্তা শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এ ছাড়া জেলায় ৫৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। সব উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করছেন।’
টানা পাঁচ দিনের বর্ষণ আর উজানের ঢলে দিনাজপুরে নদ-নদীর পানি বেড়েছে। বিশেষ করে শহরে পুনর্ভবা নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদীগুলোর পানিও বিপৎসীমা ছুঁই ছুঁই।
গতকাল রোববার আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দিনাজপুরে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৭০ মিলিমিটার। এর মধ্যে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ সোমবার নতুন করে বৃষ্টি না হলেও উজান থেকে নেমে আসা পানিতে নদীর পানি বাড়ছে। এতে নদীর তীরবর্তী ৩ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। তারা শহর রক্ষা বাঁধসহ বিভিন্ন নিরাপস্থানে আশ্রয় নিয়েছেন। গতকাল রাত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন।
পুনর্ভবা নদী সংলগ্ন লালবাগ, শান্তির মোড়, গোবরাপাড়া, মাঝাডাঙ্গা, বাঙ্গিবেচাঘাট ও হঠাৎপাড়া এলাকা ঘুরে দেখা যায়, প্রায় ৩ শতাধিক পরিবার রাস্তার ধারে আশ্রয় নিয়েছে। লালবাগ শান্তিরমোড় এলাকায় আব্দুল মজিদ বলেন, গত রাতে তাদের বাড়িতে পানি উঠে। পরে ভোররাতে ঘর থেকে চৌকি নিয়ে এসে সড়কের পাশে পলিথিনের শামিয়ানা টাঙিয়ে আশ্রয় নিয়েছেন। আজকে বৃষ্টি না হলেও নদীর পানি বাড়ছেই।
গোবরাপাড়া এলাকার সোহেল বলেন, পুনর্ভবার নদীর পাড়ে আজকে কম করে হলেও শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। অনেক দিন বন্যা না হওয়ায় মানুষের কোন প্রস্তুতি নেই। তাই মানুষজন বেশ কষ্টে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সিদ্দিকুর জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পুনর্ভবা নদীর বিপৎসীমা ৩৩ দশমিক ৫ মিটার। আজ বেলা ৩টায় এই নদীর পানি প্রবাহিত হয় ৩৩ দশমিক ১৪ মিটারের ওপর দিয়ে। অর্থাৎ বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পুনর্ভবা নদীর পানি।’
তিনি আরও বলেন, ‘আত্রাই নদীর বিপৎসীমা ৩৯ দশমিক ১৫ মিটার, প্রবাহিত হচ্ছে ৩৮ দশমিক ৯৮ মিটার দিয়ে। ছোট যমুনা নদীর বিপৎসীমা ২৯ দশমিক ৫০ মিটার, প্রবাহিত হচ্ছে ২৯ দশমিক ৮৬ মিটার দিয়ে। পুনর্ভবা ও আত্রাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে ছোট যমুনা নদীর পানি থেমে রয়েছে। সোমবার রাত থেকে পানি কমতে শুরু করবে বলে ধারণা করছি।’
জেলা প্রশাসক শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যা দুর্গত মানুষের মধ্যে প্রাথমিকভাবে সাড়ে তিন শত বস্তা শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এ ছাড়া জেলায় ৫৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। সব উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করছেন।’
চার মাস ধরে ওষুধ সরবরাহ নেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোয়। চলছে শুধু রক্তচাপ পরিমাপ আর পরামর্শ দেওয়ার কার্যক্রম। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা উপজেলার লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তারা এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। সিভিল সার্জন অবশ্য আশার বাণী শুনিয়েছেন।
৩ ঘণ্টা আগেতিস্তা নদীর পানি কমতে শুরু করলেও নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায়। ঢেউয়ের আঘাতে নদীতীর, ফসলি জমি ও বসতভিটা ভাঙতে শুরু করেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন তিস্তাপারের বাসিন্দারা।
৩ ঘণ্টা আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব এনেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে বন্দর থানা এলাকা ভাগাভাগি হয়ে নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ সংসদীয় এলাকায় পড়তে যাচ্ছে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন আগামী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নেতারা। তাঁরা বলছেন, একই এলাকায়
৩ ঘণ্টা আগেজুলাইয়ের গণ-অভ্যুত্থানের লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতাকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বক্তারা। শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ইসফেন্দিয়ার জাহিদ হাসান মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে কালচারাল ফ্রন্ট লেখক, শিল্পী, শিক্ষক, সাংবাদিকের
৫ ঘণ্টা আগে