লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট সদরে চড়া সুদে নেওয়া ঋণের টাকা পরিশোধের জন্য দাদন ব্যবসায়ীদের রাতভর নির্যাতনের শিকার হওয়া এক দিনমজুরের ঝুলন্ত লাশ মিলেছে পরদিন সকালে।
নিহত দিনমজুরের নাম ফারুক হোসেন। তিনি পঞ্চগ্রাম ইউনিয়নের কিসামত নগরবন্দ গ্রামের মজিবর রহমানের ছেলে। এ ঘটনায় মজিবর গতকাল শুক্রবার রাতে সদর থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দু-তিনজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ মামলার দুই নম্বর আসামি স্বপন কুমারকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় বাসিন্দা ও মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক ও বড়বাড়ি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের কাছ থেকে টাকা নিয়ে পাশের দিনাদলি সুবারবাড়ির গ্রামের এরশাদ হোসেন, সুবাস চন্দ্র ও মুকুল চন্দ্র দাদন ব্যবসা করেন। এর সুদ সবাই ভাগ-বাঁটোয়ারা করে নেন। তাঁদের গ্রামে বসবাস করতেন দিনমজুর ফারুক। অভাবে সংসারে খরচ জোগাতে তিনি এরশাদের কাছ থেকে ৫০ হাজার, সুবাসের কাছ থেকে ২০ হাজার ও মুকুলের কাছ থেকে ৫ হাজার টাকা চড়া সুদে ঋণ নেন। যার অধিকাংশই পরে পরিশোধ করে দেন। এরপরও সুদ-আসলে ২ লাখ টাকা দাবি করে চক্রটি।
চক্রের চাপে তিন মাস আগে বাড়ি ছেড়ে ঢাকায় চলে যান দিনমজুর ফারুক। তিনি স্ত্রী-সন্তানকে দেখতে গত বৃহস্পতিবার সকালে বাড়ি ফেরেন। কিন্তু বাড়িতে পৌঁছানোর আগেই পথ থেকে তাঁকে আটকে নিজেদের আস্তানায় নিয়ে যান দাদন ব্যবসায়ীরা। সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে ফারুকের স্ত্রী রাশিদা বেগম আস্তানায় গিয়ে স্বামীকে ছেড়ে দিতে অনুরোধ করেন। কিন্তু কিছুতেই মন গলেনি চক্রটি। নিরুপায় হয় স্বামীকে চক্রের কাছে রেখে নিজের কাজে ফেরেন স্ত্রী। পরদিন শুক্রবার সকালে স্থানীয় বাঁশবাগানে ফারুকের ঝুলন্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ফারুকের স্ত্রী রাশিদা বলেন, ‘আমার স্বামী ঢাকা থেকে বাড়ি আসার পথে রাস্তায় জাহাঙ্গীরের লোকজন আটক করে গাড়িতে তুলে কালিরপাটে নিয়ে যায়। সেখানে তারা আমার স্বামীকে মারপিট করে। কয়েক দিন পরে টাকা পরিশোধ করার শর্তে আমি স্বামীকে নিতে গেলেও তারা দেয়নি। সকালে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখি। আমার স্বামীর কাপড়ের ব্যাগ মিলেছে তাদের একজন সুবাসের বাড়িতে। দাদন ব্যবসায়ীরা আমার স্বামীকে মেরে ঝুলিয়ে রেখেছে। আমি স্বামী হত্যার বিচার চাই।’
এ বিষয়ে জানতে পরিবার পরিকল্পনা পরিদর্শক জাহাঙ্গীরের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও সংযোগ পাওয়া যায়নি।
যোগাযোগ করা হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, ‘পরিদর্শক জাহাঙ্গীর আলমকে আসামি না করলেও আসামিরা তাঁর নিকট থেকে টাকা নিয়ে ভিকটিমকে দাদনে দিয়েছেন বলে এজাহারে বাদী উল্লেখ করেছেন। তদন্তে তাঁর সংশ্লিষ্টতা থাকলে অবশ্যই তা আমলে নেওয়া হবে। এ মামলায় দুই নম্বর আসামি স্বপন কুমারকে গ্রেপ্তার করা হয়েছে।’
লালমনিরহাট সদরে চড়া সুদে নেওয়া ঋণের টাকা পরিশোধের জন্য দাদন ব্যবসায়ীদের রাতভর নির্যাতনের শিকার হওয়া এক দিনমজুরের ঝুলন্ত লাশ মিলেছে পরদিন সকালে।
নিহত দিনমজুরের নাম ফারুক হোসেন। তিনি পঞ্চগ্রাম ইউনিয়নের কিসামত নগরবন্দ গ্রামের মজিবর রহমানের ছেলে। এ ঘটনায় মজিবর গতকাল শুক্রবার রাতে সদর থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দু-তিনজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ মামলার দুই নম্বর আসামি স্বপন কুমারকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় বাসিন্দা ও মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক ও বড়বাড়ি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের কাছ থেকে টাকা নিয়ে পাশের দিনাদলি সুবারবাড়ির গ্রামের এরশাদ হোসেন, সুবাস চন্দ্র ও মুকুল চন্দ্র দাদন ব্যবসা করেন। এর সুদ সবাই ভাগ-বাঁটোয়ারা করে নেন। তাঁদের গ্রামে বসবাস করতেন দিনমজুর ফারুক। অভাবে সংসারে খরচ জোগাতে তিনি এরশাদের কাছ থেকে ৫০ হাজার, সুবাসের কাছ থেকে ২০ হাজার ও মুকুলের কাছ থেকে ৫ হাজার টাকা চড়া সুদে ঋণ নেন। যার অধিকাংশই পরে পরিশোধ করে দেন। এরপরও সুদ-আসলে ২ লাখ টাকা দাবি করে চক্রটি।
চক্রের চাপে তিন মাস আগে বাড়ি ছেড়ে ঢাকায় চলে যান দিনমজুর ফারুক। তিনি স্ত্রী-সন্তানকে দেখতে গত বৃহস্পতিবার সকালে বাড়ি ফেরেন। কিন্তু বাড়িতে পৌঁছানোর আগেই পথ থেকে তাঁকে আটকে নিজেদের আস্তানায় নিয়ে যান দাদন ব্যবসায়ীরা। সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে ফারুকের স্ত্রী রাশিদা বেগম আস্তানায় গিয়ে স্বামীকে ছেড়ে দিতে অনুরোধ করেন। কিন্তু কিছুতেই মন গলেনি চক্রটি। নিরুপায় হয় স্বামীকে চক্রের কাছে রেখে নিজের কাজে ফেরেন স্ত্রী। পরদিন শুক্রবার সকালে স্থানীয় বাঁশবাগানে ফারুকের ঝুলন্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ফারুকের স্ত্রী রাশিদা বলেন, ‘আমার স্বামী ঢাকা থেকে বাড়ি আসার পথে রাস্তায় জাহাঙ্গীরের লোকজন আটক করে গাড়িতে তুলে কালিরপাটে নিয়ে যায়। সেখানে তারা আমার স্বামীকে মারপিট করে। কয়েক দিন পরে টাকা পরিশোধ করার শর্তে আমি স্বামীকে নিতে গেলেও তারা দেয়নি। সকালে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখি। আমার স্বামীর কাপড়ের ব্যাগ মিলেছে তাদের একজন সুবাসের বাড়িতে। দাদন ব্যবসায়ীরা আমার স্বামীকে মেরে ঝুলিয়ে রেখেছে। আমি স্বামী হত্যার বিচার চাই।’
এ বিষয়ে জানতে পরিবার পরিকল্পনা পরিদর্শক জাহাঙ্গীরের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও সংযোগ পাওয়া যায়নি।
যোগাযোগ করা হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, ‘পরিদর্শক জাহাঙ্গীর আলমকে আসামি না করলেও আসামিরা তাঁর নিকট থেকে টাকা নিয়ে ভিকটিমকে দাদনে দিয়েছেন বলে এজাহারে বাদী উল্লেখ করেছেন। তদন্তে তাঁর সংশ্লিষ্টতা থাকলে অবশ্যই তা আমলে নেওয়া হবে। এ মামলায় দুই নম্বর আসামি স্বপন কুমারকে গ্রেপ্তার করা হয়েছে।’
মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুকুর থেকে স্বজনেরা তাদের লাশ উদ্ধার করেন। শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহারিয়া খান বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে সাদুল্লাপুর শহরের কাঁচামাল আড়তের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৫ মিনিট আগেগতকাল ১৪ মার্চ ‘‘ঘুষকে’ বৈধতা দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি, সমালোচনার ঝড়’ শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে সংবাদ প্রচার হলে দেশব্যাপী সমালোচনার মুখে ফেসবুক পোস্টের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান।
৩৮ মিনিট আগেতরমুজবোঝাই ট্রলারে ডাকাতির চেষ্টাকালে সশস্ত্র জলদস্যুর সঙ্গে ব্যবসায়ী ও চাষিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গণপিটুনিতে এক জলদস্যুর মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তেঁতুলিয়া নদীর বাউফল অংশে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে