Ajker Patrika

বিরলে ট্রাক্ট‌রের সঙ্গে মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে স্কুলশিক্ষার্থী নিহত

দিনাজপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দিনাজপু‌রের বিরল উপ‌জেলায় ট্রাক্ট‌রের সঙ্গে মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে মোহনা আক্তার সা‌ম্মী (১৪) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হ‌য়। আজ (বুধবার) সকাল সা‌ড়ে ৯টায় উপ‌জেলার বি‌জোড়া ইউনিয়নের উত্তর বহলা গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। এ সময় মোটরসাইকেলের চালক ও নিহত ওই শিক্ষার্থীর সহপাঠী গুরুতর আহত হয়।

নিহত স্কুলশিক্ষার্থী মোহনা আক্তার বি‌জোড়া ইউনিয়নের লক্ষ্মীজল এলাকার মিজানুর রহমা‌নের মে‌য়ে। মোহনা রঘুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছি‌ল। এ ঘটনায় গুরুতর আহত হ‌য়ে‌ দিনাজপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন আছেন মোটরসাইকেল চালক হা‌বিবুর রহমান (৪৫) অপর শিক্ষার্থী একই গ্রা‌মের আরিফুল ইসলা‌মের মে‌য়ে ঋতু আক্তার (১৪)।

রঘুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিন উদ্দিন জানান, বুধবার সকা‌লে মোহনা আক্তার তাঁর চাচা হাবিবুর রহমা‌নের মোটরসাইকেলে ব‌সে বান্ধবী ঋতু আক্তারসহ স্কু‌লে যা‌চ্ছি‌লেন। এ সময় স্কু‌লের অদূ‌রে উত্তর বহলা নামক এলাকায় বিপরীত দিক থে‌কে আসা ইট‌বোঝাই ট্রাক্ট‌রের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা ট্রাক্টরের ধাক্কায় সড়‌কে ছিট‌কে প‌ড়ে। ট্রাক্টরের চাপায় ঘটনাস্থ‌লেই মৃত্যুবরণ ক‌রে মোহনা আক্তার। স্থানীয়রা তা‌দের‌ উদ্ধার ক‌রে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতা‌লে নি‌য়ে যান। বর্তমানে মোটরসাইকেলচালক ও অপর শিক্ষার্থী মেডিকেল কলেজ হাসপাতা‌লে চিকিৎসাধীন রয়েছে।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে লাশ দাফন করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

বাজে হারের পরও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত