Ajker Patrika

‘হামার ঘরত পানি নামতে না নামতে আবার পানি আসইপের লাগছে’

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩০ জুন ২০২২, ১৫: ৩১
‘হামার ঘরত পানি নামতে না নামতে আবার পানি আসইপের লাগছে’

‘হামার ঘরত পানি নামতে না নামতে আবার পানি আসইপের লাগছে। প্রতিবন্ধী স্বামী, নাতি নাতনি নিয়ে খুব কষ্টে আছি। আগে কোনো ত্রাণ পাই নাই, এলাও পাইলাম না’। এ কথা বলেন, রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ পুরোনো বাজার এলাকার বানভাসি রিনা বেগম (৭০)। 

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের নদের পানি ফের বাড়তে শুরু করেছে। ফলে এসব নদের অববাহিকার নিম্নাঞ্চলে আবারও বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। 

চিলমারী উপজেলা চিলমারী ইউনিয়নের শাখাহাতি এলাকার মো. আব্দুল মান্নান (৬০) জানান, ব্রহ্মপুত্রের পানি আবারও বাড়ছে। এতে করে পানি নিচু এলাকাগুলো প্লাবিত হচ্ছে। ফলে আবারও বন্যার আতঙ্কে রয়েছি।

পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার মো. জোবায়ের রহমান জানান, আজ বৃহস্পতিবার বেলা ১২টায় ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে পানি বিপদ সীমার ৩০ সেন্টিমিটার নিচে প্রবাহিত হয়েছে।

বিষয়ে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান জানান, বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ ব্যবস্থা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত