ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৩ জনকে ঠেলে দিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার রাতে তাদের পুশ ইন করা হয়। এ নিয়ে দেড় মাসে শুধু এই সীমান্ত দিয়ে ৭৩ জনকে ঠেলে দেওয়া হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিনাজপুরের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সর্বশেষ ঠেলে দেওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ, ১২ জন নারী ও ৬টি শিশু রয়েছে। তাদের প্রকৃত পরিচয় শনাক্তের জন্য তথ্য যাচাই-বাছাই চলছে।
ঠাকুরগাঁওয়ের ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহম্মদ বলেন, ‘সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশ ইনের প্রবণতা বেড়েছে। জনগণের সহযোগিতায় সীমান্তে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। বিএসএফের সঙ্গে নিয়মিত পতাকা বৈঠক করে আমরা প্রতিবাদ জানাচ্ছি।’
এদিকে সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া মানুষের মানবাধিকার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় মানবাধিকারকর্মীরা।
ঠাকুরগাঁও মানবাধিকার সংস্থার সভাপতি মো. শাহীনুর রহমান বলেন, ‘এভাবে কাউকে চোরাই পথে ঠেলে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। আমরা এ বিষয়ে সরকারের জোরালো কূটনৈতিক উদ্যোগ কামনা করছি।’
হরিপুরের স্থানীয় মানবাধিকারকর্মী রুকাইয়া বেগম বলেন, ‘সীমান্তে যাদের ফেলে যাওয়া হচ্ছে, তারা কেউ জানে না কোথায় যাবে, কোথায় থাকবে। অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। শিশুরা খেতে পাচ্ছে না, সুরক্ষা পাচ্ছে না। এটা নিছক একটি সীমান্ত সমস্যা নয়, এটা একটি মানবিক সংকট।’
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৩ জনকে ঠেলে দিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার রাতে তাদের পুশ ইন করা হয়। এ নিয়ে দেড় মাসে শুধু এই সীমান্ত দিয়ে ৭৩ জনকে ঠেলে দেওয়া হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিনাজপুরের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সর্বশেষ ঠেলে দেওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ, ১২ জন নারী ও ৬টি শিশু রয়েছে। তাদের প্রকৃত পরিচয় শনাক্তের জন্য তথ্য যাচাই-বাছাই চলছে।
ঠাকুরগাঁওয়ের ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহম্মদ বলেন, ‘সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশ ইনের প্রবণতা বেড়েছে। জনগণের সহযোগিতায় সীমান্তে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। বিএসএফের সঙ্গে নিয়মিত পতাকা বৈঠক করে আমরা প্রতিবাদ জানাচ্ছি।’
এদিকে সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া মানুষের মানবাধিকার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় মানবাধিকারকর্মীরা।
ঠাকুরগাঁও মানবাধিকার সংস্থার সভাপতি মো. শাহীনুর রহমান বলেন, ‘এভাবে কাউকে চোরাই পথে ঠেলে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। আমরা এ বিষয়ে সরকারের জোরালো কূটনৈতিক উদ্যোগ কামনা করছি।’
হরিপুরের স্থানীয় মানবাধিকারকর্মী রুকাইয়া বেগম বলেন, ‘সীমান্তে যাদের ফেলে যাওয়া হচ্ছে, তারা কেউ জানে না কোথায় যাবে, কোথায় থাকবে। অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। শিশুরা খেতে পাচ্ছে না, সুরক্ষা পাচ্ছে না। এটা নিছক একটি সীমান্ত সমস্যা নয়, এটা একটি মানবিক সংকট।’
সোনামসজিদ স্থলবন্দরকে আন্তদেশীয় ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর সম্প্রসারণে কাজ করার কথা জানালেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ শুক্রবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
৩ মিনিট আগে২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু
৬ মিনিট আগেভারতের শিলিগুড়িতে আটক এক তরুণীকে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়ার পাশাপাশি ৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ। গতকাল বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে এক নারী ও তাঁর তিন সন্তানকে এবং গভীর রাতে সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে আরও পাঁচ নারীকে পুশ ইন করা হয়।
১০ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিলু মিয়া (৪২) গজারিয়ার সুপরিচিত অহিদ মিষ্টান্ন ভান্ডারের মালিক অহিদ মিয়ার ছোট ছেলে। তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে কর
১২ মিনিট আগে