ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির বিলের অভয়াশ্রমকে রক্ষা করতে স্বয়ংক্রিয় অ্যালার্মযুক্ত সোলার সিস্টেম আইপি স্মার্ট সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছ চুরি ঠেকাতে ব্যবহার করা এটি দেশের মৎস্য অভয়াশ্রমে প্রথম ‘উদ্ভাবনী উদ্যোগ’ বলে দাবি কর্তৃপক্ষের।
জানা গেছে, পার্বতীপুরের হামিদপুর ইউনিয়নে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় কয়লা তোলার কারণে প্রায় ৪০০ একর জমি দেবে গিয়ে জলাশয়ের সৃষ্টি হয়। পরে সরকার ভূমিমালিকদের কাছ থেকে ওই জমি অধিগ্রহণ করে। পরবর্তী সময়ে মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন ও বিলুপ্তপ্রায় মাছের পুনরাবির্ভাবের জন্য বিলটিকে উপজেলা মৎস্য অধিদপ্তর মৎস্য অভয়াশ্রম ঘোষণা করে। দীর্ঘদিন ধরে বিলের মাছ চুরি হচ্ছিল। অভয়াশ্রমে পাহারাদার না থাকার কারণে মৎস্য নিধন ও বিভিন্ন উপকরণ চুরির ঘটনা ঘটছিল।
উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ওই বিলে মাছ চুরি ঠেকাতে স্বয়ংক্রিয় অ্যালার্মযুক্ত সোলার সিস্টেম আইপি স্মার্ট সিসি ক্যামেরা স্থাপন করে, ৪০০ একর বিলের মধ্যে ১২০ শতক জায়গাকে ‘স্মার্ট মৎস্য অভয়াশ্রমে’ রূপান্তর করা হয়। ওই এলাকাজুড়ে মনিটরিং করার জন্য আইপি স্মার্ট ক্যামেরাটি স্থাপন করা হয়েছে।
আজ শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বড়পুকুরিয়া কয়লাখনির দক্ষিণ-পূর্ব কোণে বিলের এক পাশে কিছু জায়গায় বাঁশ দিয়ে ঘেরা, তার চারপাশ দিয়ে লাল পতাকাযুক্ত বাঁশের খুঁটি রয়েছে। এর মাঝখানে একটি সতর্কীকরণ সাইনবোর্ড, তাতে লেখা আছে ‘স্মার্ট মৎস্য অভয়াশ্রম, ‘মাছ ধরা নিষেধ’। পাশেই একটি বাঁশের মাথায় স্থাপন করা আছে আইপি স্মার্ট ক্যামেরা।
উপজেলা মৎস্য অধিদপ্তর জানায়, এই প্রযুক্তির মাধ্যমে মৎস্যসম্পদ ও প্রাকৃতিক জলাশয় সংরক্ষণের জন্য মৎস্য অভয়াশ্রমের মাছের নিরাপদ প্রাকৃতিক প্রজননসহ দেশীয় প্রজাতির মাছের প্রাচুর্য বাড়াতে সহায়ক হবে।
অভয়াশ্রমটিকে ইন্টারনেটের মাধ্যমে যেকোনো স্থান থেকে ২৪ ঘণ্টা মনিটরিং করা যাবে। অভয়াশ্রমের ৩০ ফুটের মধ্যে কোনো মানুষ ঢুকলে স্বয়ংক্রিয়ভাবে স্মার্ট মোবাইল ফোনে মেসেজ চলে আসবে। সেই সঙ্গে ক্যামেরায় অটোমেটিক্যালি ওই ব্যক্তির ছবিসহ ভিডিও করে পাঠিয়ে দেবে। আইপি স্মার্ট ক্যামেরাটি স্থাপন করতে খরচ হয়েছে ১০ হাজার টাকা। এটি মাসিক ৪০০-৫০০ টাকা ইন্টারনেট বিলের মাধ্যমে ২৪ ঘণ্টা পাহারাদারের কাজ করছে।
এ বিষয়ে পার্বতীপুর জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ শাহীন বলেন, এটি দেশের মৎস্য অভয়াশ্রমে প্রথম ‘উদ্ভাবনী উদ্যোগ’ নেওয়া হয়েছে। মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন ও বিলুপ্তপ্রায় মাছের পুনরাবির্ভাবে এ প্রযুক্তি সহায়ক হবে। বিলে রাতের আঁধারে দুর্বৃত্তরা বিভিন্ন জাতের মাছ চুরি করে নিয়ে যেত। চুরি ঠেকাতে এবং চোর ধরতে এ নতুন পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এই প্রযুক্তি ব্যবহারে পর থেকে আর চুরির ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, সম্প্রতি রংপুর বিভাগে সকল সরকারি দপ্তর নিয়ে আয়োজিত বিভাগীয় উদ্ভাবনী উদ্যোক্তা মেলায় আমাদের এই প্রযুক্তি প্রথম স্থান লাভ করে।
দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির বিলের অভয়াশ্রমকে রক্ষা করতে স্বয়ংক্রিয় অ্যালার্মযুক্ত সোলার সিস্টেম আইপি স্মার্ট সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছ চুরি ঠেকাতে ব্যবহার করা এটি দেশের মৎস্য অভয়াশ্রমে প্রথম ‘উদ্ভাবনী উদ্যোগ’ বলে দাবি কর্তৃপক্ষের।
জানা গেছে, পার্বতীপুরের হামিদপুর ইউনিয়নে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় কয়লা তোলার কারণে প্রায় ৪০০ একর জমি দেবে গিয়ে জলাশয়ের সৃষ্টি হয়। পরে সরকার ভূমিমালিকদের কাছ থেকে ওই জমি অধিগ্রহণ করে। পরবর্তী সময়ে মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন ও বিলুপ্তপ্রায় মাছের পুনরাবির্ভাবের জন্য বিলটিকে উপজেলা মৎস্য অধিদপ্তর মৎস্য অভয়াশ্রম ঘোষণা করে। দীর্ঘদিন ধরে বিলের মাছ চুরি হচ্ছিল। অভয়াশ্রমে পাহারাদার না থাকার কারণে মৎস্য নিধন ও বিভিন্ন উপকরণ চুরির ঘটনা ঘটছিল।
উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ওই বিলে মাছ চুরি ঠেকাতে স্বয়ংক্রিয় অ্যালার্মযুক্ত সোলার সিস্টেম আইপি স্মার্ট সিসি ক্যামেরা স্থাপন করে, ৪০০ একর বিলের মধ্যে ১২০ শতক জায়গাকে ‘স্মার্ট মৎস্য অভয়াশ্রমে’ রূপান্তর করা হয়। ওই এলাকাজুড়ে মনিটরিং করার জন্য আইপি স্মার্ট ক্যামেরাটি স্থাপন করা হয়েছে।
আজ শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বড়পুকুরিয়া কয়লাখনির দক্ষিণ-পূর্ব কোণে বিলের এক পাশে কিছু জায়গায় বাঁশ দিয়ে ঘেরা, তার চারপাশ দিয়ে লাল পতাকাযুক্ত বাঁশের খুঁটি রয়েছে। এর মাঝখানে একটি সতর্কীকরণ সাইনবোর্ড, তাতে লেখা আছে ‘স্মার্ট মৎস্য অভয়াশ্রম, ‘মাছ ধরা নিষেধ’। পাশেই একটি বাঁশের মাথায় স্থাপন করা আছে আইপি স্মার্ট ক্যামেরা।
উপজেলা মৎস্য অধিদপ্তর জানায়, এই প্রযুক্তির মাধ্যমে মৎস্যসম্পদ ও প্রাকৃতিক জলাশয় সংরক্ষণের জন্য মৎস্য অভয়াশ্রমের মাছের নিরাপদ প্রাকৃতিক প্রজননসহ দেশীয় প্রজাতির মাছের প্রাচুর্য বাড়াতে সহায়ক হবে।
অভয়াশ্রমটিকে ইন্টারনেটের মাধ্যমে যেকোনো স্থান থেকে ২৪ ঘণ্টা মনিটরিং করা যাবে। অভয়াশ্রমের ৩০ ফুটের মধ্যে কোনো মানুষ ঢুকলে স্বয়ংক্রিয়ভাবে স্মার্ট মোবাইল ফোনে মেসেজ চলে আসবে। সেই সঙ্গে ক্যামেরায় অটোমেটিক্যালি ওই ব্যক্তির ছবিসহ ভিডিও করে পাঠিয়ে দেবে। আইপি স্মার্ট ক্যামেরাটি স্থাপন করতে খরচ হয়েছে ১০ হাজার টাকা। এটি মাসিক ৪০০-৫০০ টাকা ইন্টারনেট বিলের মাধ্যমে ২৪ ঘণ্টা পাহারাদারের কাজ করছে।
এ বিষয়ে পার্বতীপুর জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ শাহীন বলেন, এটি দেশের মৎস্য অভয়াশ্রমে প্রথম ‘উদ্ভাবনী উদ্যোগ’ নেওয়া হয়েছে। মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন ও বিলুপ্তপ্রায় মাছের পুনরাবির্ভাবে এ প্রযুক্তি সহায়ক হবে। বিলে রাতের আঁধারে দুর্বৃত্তরা বিভিন্ন জাতের মাছ চুরি করে নিয়ে যেত। চুরি ঠেকাতে এবং চোর ধরতে এ নতুন পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এই প্রযুক্তি ব্যবহারে পর থেকে আর চুরির ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, সম্প্রতি রংপুর বিভাগে সকল সরকারি দপ্তর নিয়ে আয়োজিত বিভাগীয় উদ্ভাবনী উদ্যোক্তা মেলায় আমাদের এই প্রযুক্তি প্রথম স্থান লাভ করে।
টিকটকে পরিচয়ের সূত্রে বিয়ের প্রলোভনে কিশোরীকে ডেকে নেন যুবক। এরপর মাদকের আখড়ায় আটকে রেখে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাঙামাটি শহরের বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
২৩ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত আনোয়ার আহমেদ (৫২) নামের এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দিয়ার সাহাপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩৯ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। রোববার (১৯ অক্টোবর) সকালে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ এই চোরাই পণ্য জব্দ করা হয়।
৪৪ মিনিট আগেময়মনসিংহের ফুলপুরে দেবর-ভাবির সম্পর্ক দেখে ফেলায় ইকবাল হোসেন (৩০) নামে এক যুবককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইকবাল হোসেন ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগে