Ajker Patrika

‘অচেনা প্রাণীর’ খোঁজে পলাশবাড়ীতে বিশেষজ্ঞ দল

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ২১: ২৪
‘অচেনা প্রাণীর’ খোঁজে পলাশবাড়ীতে বিশেষজ্ঞ দল

আতঙ্ক ছড়ানো 'অচেনা প্রাণীর' খোঁজে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিদর্শন করেছে রাজশাহী বন বিভাগের এক বিশেষজ্ঞ দল। আজ রোববার দুপুরে তাঁরা এসে পৌঁছায়।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক মো. জাহাঙ্গীর কবীর বন বিভাগের বিশেষজ্ঞ দলের নেতৃত্বে রয়েছেন। দলটি অচেনা প্রাণীর হামলায় আহত ও নিহতদের বাড়ি-বাড়ি গিয়ে তাদের পরিবারের খোঁজ খবর নেয়। এ সময় তারা এলাকার মানুষের সঙ্গেও কথা বলে। প্রাণীটির আক্রমণ থেকে রক্ষা পেতে গ্রামবাসীকে আগুন জ্বালানো এবং উচ্চ শব্দ করার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক পরামর্শও দেন দলটি। 

পরিদর্শন শেষে টিম প্রধান বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবীর সাংবাদিকদের বলেন, ‘চারপাশে ধান খেত ও জঙ্গল থাকায় অচেনা প্রাণীটিতে শনাক্ত করা কিছুটা কঠিন। সাময়িক সময়ের জন্য মানুষকে প্রথমত সাবধানে চলাফেরার পাশাপাশি আগুন জ্বালিয়ে এবং উচ্চ শব্দ করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাণীটির হামলার শিকার মানুষকে চিকিৎসা নেওয়ার পাশাপাশি ভ্যাকসিন নেওয়ার পরামর্শও দেওয়া হয়। মানুষের সচেতনতা এবং প্রকৃতি প্রাণী সংরক্ষণের জন্য এলাকায় হ্যান্ডবিল ও লিফলেট দিয়েও প্রচারণার করার কথা জানান তিনি।’

এর আগে, গত এক মাসে প্রাণীটির আক্রমণে হরিনাথপুর, তালুকজামিয়া, কেঁওয়াবাড়ি, দেওয়ানের বাজার ও কুমতিপুর গ্রামের শিশুসহ অন্তত ২০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। আক্রমণের শিকার হয়ে মারা গেছেন ফেরদৌস সরকার রুকু (৫৫) নামে মসজিদের এক ইমাম। এ ছাড়া প্রাণীটির আক্রমণে দুটি কুকুরের মৃত্যু হয়েছে। 

এদিকে, অচেনা প্রাণীর আক্রমণের ঘটনায় ভয়-আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামজুড়েই। দিনের বেলাতেও মানুষ চলাচল করতে ভয় পাচ্ছেন। প্রাণীটির আক্রমণ থেকে বাঁচতে লাঠি হাতে চলাফেরা করছেন গ্রামের মানুষেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত