Ajker Patrika

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নারী নিহত

রংপুর প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ০৭
রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নারী নিহত

রংপুরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ দুই দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন নামিরা আমিন মাইরা (৪) ও রাবেয়া বেগম (৫৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তা পারের সময় ক্যান্টনমেন্ট চেকপোস্ট মোড়ে মসজিদের সামনে একটি বেপরোয়া গতির অ্যাম্বুলেন্স শিশু মাইরাকে চাপা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত মাইরা নগরীর আরকে রোড ধাপ ইসলামবাগ এলাকার রাসেল আহমেদ মেয়ে ও বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্লে শ্রেণির শিক্ষার্থী। 

এদিকে সকাল ৭টার দিকে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার বানুপাড়া শহীদ ভাটা এলাকায় হেঁটে যাচ্ছিলেন রাবেয়া। এ সময় বালুভর্তি ডাম্পট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রাবেয়া রংপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের তপোধন শহীদ আবাসন এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জাহিদুল ইসলামের স্ত্রী। 

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত