খানসামা ও চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে বেলান নদের খননকাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া বৈকুণ্ঠপুর এলাকায় খননকাজের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী।
চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদা আক্তার, চিরিরবন্দরের ইউএনও খালিদ আহসান, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ, খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায়।
এ ছাড়া উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, উপজেলা প্রকৌশলী ওবায়দুর রহমান, কাচিনীয়া বাজার বেলান নদ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।
চিরিরবন্দর উপজেলা প্রকৌশলী ওবায়দুর রহমান বলেন, ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে এলজিইডি প্রকল্পটি বাস্তবায়ন করছে। বেলান নদ, মরা খাল ও শাখা খাল মিলে মোট ১১ কিলোমিটার নদী ৬ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে খনন করবে কাচিনীয়া বাজার বেলান খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি।
কাচিনীয়া বাজার বেলান নদ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, এই নদ খননের ফলে কৃষি, মৎস্য চাষ, হাঁস পালন, আর্থসামাজিক উন্নয়ন ও ফসল উৎপাদনে সুবিধা পাবেন কৃষকেরা।
স্থানীয় সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী আজকের পত্রিকাকে বলেন, নদ-নদীর নাব্যতা রক্ষা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ এই নদ খনন কাজের উদ্বোধন করা হলো। এটি সম্পন্ন হলে এই এলাকার মানুষ লাভবান হবে।
দিনাজপুরের চিরিরবন্দরে বেলান নদের খননকাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া বৈকুণ্ঠপুর এলাকায় খননকাজের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী।
চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদা আক্তার, চিরিরবন্দরের ইউএনও খালিদ আহসান, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ, খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায়।
এ ছাড়া উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, উপজেলা প্রকৌশলী ওবায়দুর রহমান, কাচিনীয়া বাজার বেলান নদ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।
চিরিরবন্দর উপজেলা প্রকৌশলী ওবায়দুর রহমান বলেন, ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে এলজিইডি প্রকল্পটি বাস্তবায়ন করছে। বেলান নদ, মরা খাল ও শাখা খাল মিলে মোট ১১ কিলোমিটার নদী ৬ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে খনন করবে কাচিনীয়া বাজার বেলান খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি।
কাচিনীয়া বাজার বেলান নদ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, এই নদ খননের ফলে কৃষি, মৎস্য চাষ, হাঁস পালন, আর্থসামাজিক উন্নয়ন ও ফসল উৎপাদনে সুবিধা পাবেন কৃষকেরা।
স্থানীয় সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী আজকের পত্রিকাকে বলেন, নদ-নদীর নাব্যতা রক্ষা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ এই নদ খনন কাজের উদ্বোধন করা হলো। এটি সম্পন্ন হলে এই এলাকার মানুষ লাভবান হবে।
মাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ মিনিট আগেরংপুরের পীরগাছা উপজেলা দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা তিস্তা নদীতে এখন হাঁটুপানি। যে তিস্তায় একসময় উত্তাল ঢেউ ছিল, সেখানে এখন ধু-ধু বালুচর। নাব্যতা হারিয়ে তিস্তা নদী এখন যেন একটি মরা খাল। এর পানি শুকিয়ে যাওয়ায় প্রায় ৪ হাজার জেলে ও মাঝি বেকার হয়ে পড়েছেন। পরিবার নিয়ে তাঁদের মানবেতর জীবন কাটছে।
৫ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নয়াপাড়া মহল্লার বাসিন্দা হোসনে আরা খাতুনের বাসার টেলিফোন সংযোগ ছিল একসময়। ১০ বছর আগে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন স্থানীয় বিটিসিএল কার্যালয়ে যোগাযোগ করেছেন সংযোগ সচল করতে। তারা জানিয়েছে, মাটির নিচের কেব্ল লাইন নষ্ট হয়েছে। বরাদ্দ এলে মেরামত করা হবে।
৮ মিনিট আগে‘আওয়ামী লীগের দোসর লুকিয়ে আছে’—এমন গুজব ছড়িয়ে ‘মব’ সৃষ্টি করে রাজধানীর গুলশানের একটি বাড়িতে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত ১২টায় তল্লাশির কথা বলে বাড়িটিতে ঢুকে স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র লুট ও ভাঙচুর করে তারা। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে যান আইনশৃঙ্খলা
১০ মিনিট আগে