পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের সীমান্তসংলগ্ন তিনটি এলাকা দিয়ে নারী-শিশুসহ ১১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার রাতে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন ওই ইউনিয়নের নাউতরী প্রধানপাড়া ও ধামেরঘাট সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়। আজ (শনিবার) বিকেলে বিজিবি আটক ব্যক্তিদের বোদা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, মেইন পিলার ৭৭৪/১৫ এস ও ৭৭৫ সংলগ্ন সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়। আটজন নাউতরী এলাকা দিয়ে এবং তিনজন ধামেরঘাট এলাকা দিয়ে প্রবেশ করেন। তাঁরা রাতের অন্ধকারে সীমান্তের একটি বাড়িতে আশ্রয় নেন। সংবাদ পেয়ে বিজিবির ডানাকাটা, মালেকা ডাঙ্গা ও ধামেরঘাট বিওপির সদস্যরা তাঁদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন নড়াইল জেলার মোছা. নীলুফা (৪০), যশোর জেলার মোছা. সাজিদা (৪০), সাতক্ষীরা জেলার মোছা. মর্জিনা (৫০) ও তাসলিমা বেগম, নোয়াখালী জেলার মো. ওমর ফারুক (৩৭), নরসিংদী জেলার মোছা. তানিয়া (৩৫), নারায়ণগঞ্জের মোছা শাহনাজ (৩৪) ও মীম আক্তার (২২), খুলনা জেলার মোছা. আলেয়া বেগম (৭০), মুন্সিগঞ্জ জেলার মো. জাহিদুল ইসলাম (৪০) ও মো. ফাইজান শেখ (১০)।
তাঁরা জানান, ভারতীয় পুলিশ তাঁদের ২ মে ভারতের মুম্বাই শহর থেকে আটক করে। পরে তাঁদের ১৬ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হয়। ভারতীয় কর্তৃপক্ষ ১২০ জন বাংলাদেশি নাগরিককে বিমানযোগে শিলিগুড়ি বিমানবন্দরে পাঠায়। তাঁদের মধ্যে ১১ জনকে পঞ্চগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করে।
জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন এলাকায় অবৈধভাবে অবস্থান করে কাজ করছিলেন। সেখানে ভারতীয় পুলিশের হাতে আটক হন এবং পরে বিএসএফ তাঁদের বাংলাদেশে পুশ করে।
স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, রাতের আঁধারে কয়েকজন নারীকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা বিজিবিকে খবর দেন। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে।
এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘বিএসএফ কর্তৃক পুশ ইনকৃতদের মধ্যে একজন শিশু, দুজন পুরুষ এবং আটজন নারী রয়েছেন। বিজিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।’
পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের সীমান্তসংলগ্ন তিনটি এলাকা দিয়ে নারী-শিশুসহ ১১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার রাতে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন ওই ইউনিয়নের নাউতরী প্রধানপাড়া ও ধামেরঘাট সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়। আজ (শনিবার) বিকেলে বিজিবি আটক ব্যক্তিদের বোদা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, মেইন পিলার ৭৭৪/১৫ এস ও ৭৭৫ সংলগ্ন সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়। আটজন নাউতরী এলাকা দিয়ে এবং তিনজন ধামেরঘাট এলাকা দিয়ে প্রবেশ করেন। তাঁরা রাতের অন্ধকারে সীমান্তের একটি বাড়িতে আশ্রয় নেন। সংবাদ পেয়ে বিজিবির ডানাকাটা, মালেকা ডাঙ্গা ও ধামেরঘাট বিওপির সদস্যরা তাঁদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন নড়াইল জেলার মোছা. নীলুফা (৪০), যশোর জেলার মোছা. সাজিদা (৪০), সাতক্ষীরা জেলার মোছা. মর্জিনা (৫০) ও তাসলিমা বেগম, নোয়াখালী জেলার মো. ওমর ফারুক (৩৭), নরসিংদী জেলার মোছা. তানিয়া (৩৫), নারায়ণগঞ্জের মোছা শাহনাজ (৩৪) ও মীম আক্তার (২২), খুলনা জেলার মোছা. আলেয়া বেগম (৭০), মুন্সিগঞ্জ জেলার মো. জাহিদুল ইসলাম (৪০) ও মো. ফাইজান শেখ (১০)।
তাঁরা জানান, ভারতীয় পুলিশ তাঁদের ২ মে ভারতের মুম্বাই শহর থেকে আটক করে। পরে তাঁদের ১৬ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হয়। ভারতীয় কর্তৃপক্ষ ১২০ জন বাংলাদেশি নাগরিককে বিমানযোগে শিলিগুড়ি বিমানবন্দরে পাঠায়। তাঁদের মধ্যে ১১ জনকে পঞ্চগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করে।
জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন এলাকায় অবৈধভাবে অবস্থান করে কাজ করছিলেন। সেখানে ভারতীয় পুলিশের হাতে আটক হন এবং পরে বিএসএফ তাঁদের বাংলাদেশে পুশ করে।
স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, রাতের আঁধারে কয়েকজন নারীকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা বিজিবিকে খবর দেন। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে।
এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘বিএসএফ কর্তৃক পুশ ইনকৃতদের মধ্যে একজন শিশু, দুজন পুরুষ এবং আটজন নারী রয়েছেন। বিজিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।’
রাকসু নির্বাচনের চারটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি ও এজিএস প্রার্থীরা। আর জিএস পদে এগিয়ে আছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।
১৮ মিনিট আগেচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় কারখানার আগুন ছড়িয়ে পড়ে সাততলার পুরো ভবনটিই জ্বলছে। ১০ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছেন না। দূর থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন তাঁরা।
১৯ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের বেগম রোকেয়া হলেও ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবিরের চেয়ে তিন গুণ বেশি ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।
২৯ মিনিট আগেতিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীপারে মশাল প্রজ্বালন করেছে হাজারো মানুষ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রংপুর বিভাগের পাঁচ জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর ও নীলফামারীতে একযোগে এই কর্মসূচি পালন করে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’।
১ ঘণ্টা আগে