Ajker Patrika

বিরলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ 

দিনাজপুর, প্রতিনিধি
আপডেট : ১৪ জুলাই ২০২২, ১১: ৩৭
বিরলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ 

দিনাজপুরের বিরলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফলিস চন্দ্র রায় (৪০) নামের এক চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার ধামইড় ইউনিয়নের ধুকুরঝাড়ী-কাহারোল সড়কের গিরিধরপুর এলাকায় আমগাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত ফলিস উপজেলার রাণীপুকুর ইউনিয়নের বোর্ডহাট (মাধবপুর) গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র রায়ের ছেলে। তিনি বোর্ডহাট মহাবিদ্যালয়ে চতুর্থ শ্রেণির একজন কর্মচারী ছিলেন। 

পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজের বাড়ি থেকে এক আত্মীয়সহ মোটরসাইকেলযোগে কাহারোল উপজেলার মুটুনির হাটের উদ্দেশে রওনা হন। পথের রাত ৮টার দিকে ধুকুরঝাড়ী-কাহারোল সড়কের গিরিধরপুর এলাকার রাস্তাসংলগ্ন আমগাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান। এ সময় পথচারীরা তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিরল থানার উপপরিদর্শক এসআই অশ্বিনী রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত