Ajker Patrika

পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ১ 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১০: ৪৫
পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ১ 

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস থেকে সাড়ে আঠারো কেজি গাঁজা ও এক বোতল ফেনসিডিলসহ এরশাদুল হক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার বরা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পৌর শহরের বাঁশকাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। 

র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের উপপরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এরশাদুল কুড়িগ্রাম সদরের উত্তর ধরঞ্জয় গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে রোববার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের বাঁশকাটা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় র‍্যাব। এ সময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে আঠারো কেজি গাঁজা ও এক বোতল ফেনসিডিলসহ এরশাদুলকে আটক করা হয়। 

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন মাদক ব্যবসায়ী চক্রের সঙ্গে তাঁর সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আসামিকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছে। তাঁকে আজ আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত