নীলফামারী প্রতিনিধি
প্রেম করে বিয়ে করেছেন এবং এ পর্যন্ত সুখে-শান্তিতে দাম্পত্যজীবন অতিবাহিত করছেন, এমন সাত দম্পতিকে আয়োজন করে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়েছে নীলফামারী জেলায়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের শহীদ মিনার চত্বরে ওই সংবর্ধনার আয়োজন করে শহরের ‘ব্লু প্রেজেন্ট’ নামের একটি ব্যান্ড দল। সেই সঙ্গে ব্যান্ড দলের শিল্পীরা গানে গানে মাতিয়ে তোলেন উপস্থিত দর্শক শ্রোতাদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। তিনি নিজেও ৪২ বছর আগে বিয়ে করেছিলেন প্রেম করে। বক্তব্যে প্রেমের সফল কাহিনি তুলে ধরেন তিনি। বক্তব্য শেষে একে একে দম্পতিদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা জানান।
এ অনুষ্ঠানে আরও যাঁদের সম্মাননা দেওয়া হয়েছে তাঁরা হলেন জেলা বিএনপির সহসভাপতি মীর সেলিম ফারুক, জেলা বিএনপির সহসভাপতি মোস্তফা হক প্রধান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলমের সহধর্মিণী তাজমিন ফৌজিয়া ওপেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন এবং নীলফামারী সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান তারিকুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি দেওয়ান কামাল আহমেদ বলেন, ‘১৯৮০ সালে প্রেম করে বিয়ে করেছি। ৪২ বছরের সংসার জীবন অতিবাহিত করছি। রাজনৈতিক সফলতার পেছনে আমার সহধর্মিণীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’ এ সময় প্রতিবছর এদিনটিকে এভাবে পালনের আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির সহসভাপতি মীর সেলিম ফারুক বলেন, ‘৩০ বছর আগে আমরা ভালোবেসে বিয়ে করেছি। ৩০ বছরের সংসার জীবনে আমাদের মান-অভিমান অনেক হয়েছে। কিন্তু ভালোবাসা একটুও কমেনি। আজকের এ আয়োজন আমাদের অভিভূত করেছে। আজকে আমরা সবাই রাজনীতির ঊর্ধ্বে থেকে সমবেত হয়েছি। এখানে ভালোবাসার জয় হয়েছে।’
নীলফামারী সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রধান তারিকুল ইসলাম তাঁর প্রেম জীবনের স্মৃতিচারণা করে অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান। এ সময় তিনি তাঁর কণ্ঠে ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’ সংগীত পরিবেশন করেন।
এদিকে এই অনুষ্ঠানের আয়োজক ব্যান্ড দলের নেতা সুকুমার পালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্যান্ড দলটির ভোকাল মো. জান্নাতুল ফেরদৌস ফিরোজ।
এ সময় ফিরোজ বলেন, ‘আমাদের এ আয়োজনে ভালোবেসে বিয়ে করা সফল দম্পতিদের আহ্বান জানিয়েছি। তাঁরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী। আমাদের ডাকে সাড়া দিয়ে দলমত-নির্বিশেষে সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এমন আয়োজনে জয় হয়েছে ভালোবাসার। আয়োজনের সফলতায় আমরা সবার প্রতি কৃতজ্ঞ।’
প্রেম করে বিয়ে করেছেন এবং এ পর্যন্ত সুখে-শান্তিতে দাম্পত্যজীবন অতিবাহিত করছেন, এমন সাত দম্পতিকে আয়োজন করে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়েছে নীলফামারী জেলায়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের শহীদ মিনার চত্বরে ওই সংবর্ধনার আয়োজন করে শহরের ‘ব্লু প্রেজেন্ট’ নামের একটি ব্যান্ড দল। সেই সঙ্গে ব্যান্ড দলের শিল্পীরা গানে গানে মাতিয়ে তোলেন উপস্থিত দর্শক শ্রোতাদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। তিনি নিজেও ৪২ বছর আগে বিয়ে করেছিলেন প্রেম করে। বক্তব্যে প্রেমের সফল কাহিনি তুলে ধরেন তিনি। বক্তব্য শেষে একে একে দম্পতিদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা জানান।
এ অনুষ্ঠানে আরও যাঁদের সম্মাননা দেওয়া হয়েছে তাঁরা হলেন জেলা বিএনপির সহসভাপতি মীর সেলিম ফারুক, জেলা বিএনপির সহসভাপতি মোস্তফা হক প্রধান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলমের সহধর্মিণী তাজমিন ফৌজিয়া ওপেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন এবং নীলফামারী সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান তারিকুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি দেওয়ান কামাল আহমেদ বলেন, ‘১৯৮০ সালে প্রেম করে বিয়ে করেছি। ৪২ বছরের সংসার জীবন অতিবাহিত করছি। রাজনৈতিক সফলতার পেছনে আমার সহধর্মিণীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’ এ সময় প্রতিবছর এদিনটিকে এভাবে পালনের আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির সহসভাপতি মীর সেলিম ফারুক বলেন, ‘৩০ বছর আগে আমরা ভালোবেসে বিয়ে করেছি। ৩০ বছরের সংসার জীবনে আমাদের মান-অভিমান অনেক হয়েছে। কিন্তু ভালোবাসা একটুও কমেনি। আজকের এ আয়োজন আমাদের অভিভূত করেছে। আজকে আমরা সবাই রাজনীতির ঊর্ধ্বে থেকে সমবেত হয়েছি। এখানে ভালোবাসার জয় হয়েছে।’
নীলফামারী সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রধান তারিকুল ইসলাম তাঁর প্রেম জীবনের স্মৃতিচারণা করে অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান। এ সময় তিনি তাঁর কণ্ঠে ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’ সংগীত পরিবেশন করেন।
এদিকে এই অনুষ্ঠানের আয়োজক ব্যান্ড দলের নেতা সুকুমার পালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্যান্ড দলটির ভোকাল মো. জান্নাতুল ফেরদৌস ফিরোজ।
এ সময় ফিরোজ বলেন, ‘আমাদের এ আয়োজনে ভালোবেসে বিয়ে করা সফল দম্পতিদের আহ্বান জানিয়েছি। তাঁরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী। আমাদের ডাকে সাড়া দিয়ে দলমত-নির্বিশেষে সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এমন আয়োজনে জয় হয়েছে ভালোবাসার। আয়োজনের সফলতায় আমরা সবার প্রতি কৃতজ্ঞ।’
কুমিল্লা নগরীতে বড় ভাইয়ের মোটরবাইক থেকে ছিটকে পড়া এক যুবক কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টমছম ব্রিজ রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম।
৯ মিনিট আগেদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘দুদকের বিরুদ্ধেও অভিযোগ আসে এবং প্রতিষ্ঠানটিরও বদনাম রয়েছে। এই বদনাম বা দুদকের কোনো কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
১১ মিনিট আগেবর্তমান সংস্কার নিয়ে যাঁরা নির্বাচন বিলম্ব করছেন। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফায় এটা অনেক আগেই অন্তর্ভুক্ত করছেন। তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
১৪ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে ১১ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই চুনারুঘাট থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি গতকাল সোমবার তিনজনের নাম উল্লেখসহ চারজনের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও
১৮ মিনিট আগে