Ajker Patrika

পলাশবাড়ীতে ইটভাটায় কয়লার বদলে কাঠ, ৬ লাখ জরিমানা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
পলাশবাড়ীতে ইটভাটায় কয়লার বদলে কাঠ, ৬ লাখ জরিমানা

গাইবান্ধার পলাশবাড়ীতে অনুমোদনহীন একটি ইটভাটায় কয়লার বদলে কাঠ পোড়ানোর দায়ে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদাড়ি গ্রামে শামীম মিয়ার মালিকানাধীন এলএমবি ইটভাটাকে এ জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ। এ সময় উপস্থিত ছিলেন রংপুর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট হাসান ই মোবারক। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইটভাটাটি পরিচালিত হয়ে আসছিল। এ ছাড়া কয়লার বদলে কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছিল। দুপুরে ওই ইটভাটায় অভিযান চালিয়ে ছয় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

তিনি আরও বলেন, এর আগে গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের নারায়নপুর গ্রামের এমএসএ ও সাবদিন ভগবতীপুর গ্রামের এসএসবি ইটভাটায় অভিযান চালিয়ে ১১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত