Ajker Patrika

৯ দফা দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৬: ২৩
৯ দফা দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। 

আজ বৃহস্পতিবার শহরের বাস টার্মিনাল এলাকা থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে মিছিলটি পলাশপাড়া মোড় হয়ে ইউ টার্ন নিয়ে ডিসি অফিসের সামনে যায়। এরপর সেখানে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

লোকজন আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে ফেলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের চারপাশে ঘিরে রাখেন। পরে গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের কয়েকজন আইনজীবী ছাত্র-ছাত্রীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন। এ সময় নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। 

গাইবান্ধায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকাটানা দুই ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভকারীরা শহরে প্রবেশ করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘শহরের বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভকারীরা একত্রিত হয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত