রংপুর ও বদরগঞ্জ প্রতিনিধি
রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি এক রোগীকে ১০০ প্রকার ওষুধ দেওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার রংপুরের সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ আলীর নির্দেশে ডেপুটি সিভিল সার্জন রুহুল আমিনকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে সোমবার সকালে আজকের পত্রিকায় ‘আইসিইউতে ১৪ ঘণ্টায় ১ রোগীকে ১০০ ওষুধ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে রংপুরে তোলপাড়ের সৃষ্টি হয়। এই প্রতিবেদনের সূত্র ধরে। প্রতিবেদনটির সূত্র ধরেই এই তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে এ ঘটনায় আজ সোমবার বেলা ৩টার দিকে ওই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রংপুর জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন আইসিইউতে মারা যাওয়া মুক্তা বানুর বাবা মোক্তার হোসেন।
মোক্তার হোসেন লিখিত অভিযোগে উল্লেখ করেন, মেয়ে মুক্তা বানুর প্রসববেদনা শুরু হলে তাঁকে গত বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে রংপুরের জয়তুন ক্লিনিকে ভর্তি করেন। মেয়ের রক্তচাপ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়ায় ক্লিনিক কর্তৃপক্ষ অস্ত্রোপচারে না গিয়ে ওই দিন রাত ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শুক্রবার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিকভাবে তাঁর মেয়ে মৃত ছেলে সন্তান প্রসব করেন।
ওই দিন দুপুর ১২টার পরে তাঁর মেয়ের শ্বাসকষ্ট শুরু হয় এবং কিছুক্ষণ পরে জ্ঞান হারিয়ে ফেলেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মেয়েকে আইসিইউতে রেফার্ড করেন। কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শয্যা ফাঁকা না থাকায় ওই দিন শুক্রবার বিকেলে মেয়েকে বাঁচাতে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ সময় সেখানে এক চিকিৎসক মেয়েকে দেখে ভিজিট নেন ১ হাজার ৫০০ টাকা। সন্ধ্যায় মেয়েকে অক্সিজেন দিয়ে রাখা হয়। ওই দিন রাত ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলে, ‘আপনার মেয়ের অবস্থা ভালো নয়, বাঁচাতে হলে লাইফ সাপোর্টে রাখতে হবে।’ এরপর তাঁরা লাইফ সাপোর্টে রাখেন।
মোক্তার হোসেন আরও উল্লেখ করেন, ‘পরদিন শনিবার দুপুর ১২টার দিকে দেখি, আমার মেয়ে আর বেঁচে নেই। হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার বলছি, আমার মেয়ে বেঁচে নেই। তবুও তাঁরা বেশি টাকা আদায়ের লোভে রাত ২টা পর্যন্ত আমার মেয়েকে লাইফ সাপোর্টে রাখেন। এরপর রাত ২টার দিকে মেয়ে মারা গেছে বলে ৬৪ হাজার টাকার বিল ভাউচার আমার হাতে ধরিয়ে দেওয়া হয়।’
তিনি ওই অভিযোগে আরও উল্লেখ করেছেন, তিনি দিনমজুরি করে সংসার চালান। বাড়িতে কোনো টাকা-পয়সা না থাকায় রাতেই অন্যের কাছে ধারদেনা করে ৪০ হাজার টাকা নিয়ে হাসপাতালে যান। পুরো ৬৪ হাজার টাকা না দিলে লাশ দেবেন না বলে তাকে সাফ জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বাধ্য হয়ে তিনি ভোর রাতে গ্রামে গিয়ে আরও ২৪ হাজার টাকা প্রতিবেশীর কাছ থেকে সংগ্রহ করে এনে হাসপাতাল কর্তৃপক্ষকে দেন। ভোর ৫টায় তিনি যখন লাশ গ্রহণ করেন তখন লাশ ফুলে দুর্গন্ধ বের হচ্ছিল। এ ঘটনায় তিনি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন।
মুক্তার চাচা ওবায়দুল হক বলেন, ‘যদি রাত ২টায় আমার ভাতিজি মারা গিয়ে থাকে, তাহলে ভোর হতে না হতেই এত অল্প সময়ে লাশ ফুলবে কেন এবং দুর্গন্ধ ছড়াবে কেন?’
এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে রংপুরের সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী বলেন, ‘আজকের পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি অফিসের বাইরে আছি, মেয়েটির বাবা অফিসে লিখিত অভিযোগ দিয়ে থাকলে সেটিও দেখা হবে।’
রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি এক রোগীকে ১০০ প্রকার ওষুধ দেওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার রংপুরের সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ আলীর নির্দেশে ডেপুটি সিভিল সার্জন রুহুল আমিনকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে সোমবার সকালে আজকের পত্রিকায় ‘আইসিইউতে ১৪ ঘণ্টায় ১ রোগীকে ১০০ ওষুধ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে রংপুরে তোলপাড়ের সৃষ্টি হয়। এই প্রতিবেদনের সূত্র ধরে। প্রতিবেদনটির সূত্র ধরেই এই তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে এ ঘটনায় আজ সোমবার বেলা ৩টার দিকে ওই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রংপুর জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন আইসিইউতে মারা যাওয়া মুক্তা বানুর বাবা মোক্তার হোসেন।
মোক্তার হোসেন লিখিত অভিযোগে উল্লেখ করেন, মেয়ে মুক্তা বানুর প্রসববেদনা শুরু হলে তাঁকে গত বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে রংপুরের জয়তুন ক্লিনিকে ভর্তি করেন। মেয়ের রক্তচাপ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়ায় ক্লিনিক কর্তৃপক্ষ অস্ত্রোপচারে না গিয়ে ওই দিন রাত ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শুক্রবার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিকভাবে তাঁর মেয়ে মৃত ছেলে সন্তান প্রসব করেন।
ওই দিন দুপুর ১২টার পরে তাঁর মেয়ের শ্বাসকষ্ট শুরু হয় এবং কিছুক্ষণ পরে জ্ঞান হারিয়ে ফেলেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মেয়েকে আইসিইউতে রেফার্ড করেন। কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শয্যা ফাঁকা না থাকায় ওই দিন শুক্রবার বিকেলে মেয়েকে বাঁচাতে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ সময় সেখানে এক চিকিৎসক মেয়েকে দেখে ভিজিট নেন ১ হাজার ৫০০ টাকা। সন্ধ্যায় মেয়েকে অক্সিজেন দিয়ে রাখা হয়। ওই দিন রাত ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলে, ‘আপনার মেয়ের অবস্থা ভালো নয়, বাঁচাতে হলে লাইফ সাপোর্টে রাখতে হবে।’ এরপর তাঁরা লাইফ সাপোর্টে রাখেন।
মোক্তার হোসেন আরও উল্লেখ করেন, ‘পরদিন শনিবার দুপুর ১২টার দিকে দেখি, আমার মেয়ে আর বেঁচে নেই। হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার বলছি, আমার মেয়ে বেঁচে নেই। তবুও তাঁরা বেশি টাকা আদায়ের লোভে রাত ২টা পর্যন্ত আমার মেয়েকে লাইফ সাপোর্টে রাখেন। এরপর রাত ২টার দিকে মেয়ে মারা গেছে বলে ৬৪ হাজার টাকার বিল ভাউচার আমার হাতে ধরিয়ে দেওয়া হয়।’
তিনি ওই অভিযোগে আরও উল্লেখ করেছেন, তিনি দিনমজুরি করে সংসার চালান। বাড়িতে কোনো টাকা-পয়সা না থাকায় রাতেই অন্যের কাছে ধারদেনা করে ৪০ হাজার টাকা নিয়ে হাসপাতালে যান। পুরো ৬৪ হাজার টাকা না দিলে লাশ দেবেন না বলে তাকে সাফ জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বাধ্য হয়ে তিনি ভোর রাতে গ্রামে গিয়ে আরও ২৪ হাজার টাকা প্রতিবেশীর কাছ থেকে সংগ্রহ করে এনে হাসপাতাল কর্তৃপক্ষকে দেন। ভোর ৫টায় তিনি যখন লাশ গ্রহণ করেন তখন লাশ ফুলে দুর্গন্ধ বের হচ্ছিল। এ ঘটনায় তিনি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন।
মুক্তার চাচা ওবায়দুল হক বলেন, ‘যদি রাত ২টায় আমার ভাতিজি মারা গিয়ে থাকে, তাহলে ভোর হতে না হতেই এত অল্প সময়ে লাশ ফুলবে কেন এবং দুর্গন্ধ ছড়াবে কেন?’
এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে রংপুরের সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী বলেন, ‘আজকের পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি অফিসের বাইরে আছি, মেয়েটির বাবা অফিসে লিখিত অভিযোগ দিয়ে থাকলে সেটিও দেখা হবে।’
বাগেরহাটে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক আরোহী এক যুবক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সিয়াম গাজী (২০)। তিনি মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে।
২ মিনিট আগেহবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শাহজিবাজার এলাকার সুতাং উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
৯ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের প্রশ্ন প্রদান করা হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) ভর্তি পরীক্ষা শেষে বিষয়টি জানা যায়।
১৮ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে আবারও গরম পেঁয়াজের বাজার। প্রতি কেজি পেঁয়াজ বিক্রয় হচ্ছে ৬০ টাকা দরে। গত হাটেও পেঁয়াজের দাম কেজিপ্রতি ছিল ৪০ টাকা। রসুন ছিল ১০০ টাকা কেজি এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। ক্রেতারা বলছে দাম কমার চেয়ে বৃদ্ধি পায় বেশি।
২৭ মিনিট আগে