Ajker Patrika

মেশিনে ভোট দিয়ে উচ্ছ্বসিত ৮২ বছরের কমেলা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
মেশিনে ভোট দিয়ে উচ্ছ্বসিত ৮২ বছরের কমেলা

রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে নাতির স্ত্রী শিরিনা বানুর সঙ্গে কেন্দ্রে এসে ভোট দিলেন ৮২ বছরের বৃদ্ধা কমেলা বেওয়া। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাঘা মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

এ সময় কথা হয় কমেলা বেওয়ার সঙ্গে। তিনি বলেন, ‘শেষ বয়সে মেশিনের সাহায্যে ভোট দিতে পেরে আনন্দ লাগছে। এই বয়সে ভোট দিতে পারব এমনটা আশা করিনি।’ 

কমেলা বেওয়ার বাড়ি বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চক আহমদপুর গ্রামে। শিরিনা বানু চাচি শাশুড়ি রাবিয়া বেওয়া (৭০) ও ননদ নাজমা বেওয়াকেও (৬৫) সঙ্গে নিয়ে ভোট দিতে যান। লাঠির ওপর ভর করে তাঁরা ভোট কেন্দ্রে আসেন। 

বাঘা মডেল উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এমরান আলী বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত ২৫ শতাংশ ভোট পড়েছে বলে জানান তিনি। 

এদিকে একই কেন্দ্রে উত্তর মিলিকবাঘা গ্রামের ৮৫ বছরের বৃদ্ধ হামিদ মন্ডল তাঁর নাতি রানা আহম্মেদের সঙ্গে লাঠি ভর করে ভোট দিতে আসেন। 

এদিকে ইভিএমের সেন্সর ঠিকমতো কাজ না করা, আঙুলের ছাপ না মেলায় এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বরের সঙ্গে ভোটার তালিকার নম্বরের মিল না থাকায় কিছুটা সমস্যা দেখা দেয় বলে জানান ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত