Ajker Patrika

বগুড়ায় বাস চলাচল বন্ধে দুর্ভোগে যাত্রীরা

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় বাস চলাচল বন্ধে দুর্ভোগে যাত্রীরা

রাজশাহী বিভাগে ডাকা পরিবহন ধর্মঘটে বগুড়া থেকে ৩৪টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। এতে চাকরিজীবী ও সাধারণ মানুষেরা পড়েছেন দুর্ভোগে। এদিকে যাতায়াতের জন্য একমাত্র যানবাহন অটোরিকশা এবং মোটরসাইকেল। মোটরসাইকেলে যাতায়াত করতে গিয়েও পড়তে হচ্ছে পুলিশের তল্লাশির মুখে।

আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশের আগে পরিবহন ধর্মঘটের কারণে অধিকাংশ নেতা-কর্মী ৩০ নভেম্বর রাতের মধ্যেই রাজশাহীতে পৌঁছেছেন। পথে তাঁদেরও পড়তে হয়েছে পুলিশি জেরার মুখে। 

এদিকে রাজশাহীতে সমাবেশে যোগ দিতে সাড়ে তিন হাজার মোটরসাইকেল নিয়ে যুবদল নেতা-কর্মীদের একটি বহর বগুড়া থেকে রওনা দেবেন বলে জানিয়েছেন সমাবেশের মিডিয়া উপ কমিটির সদস্য কালাম আজাদ। 

তিনি বলেন, ‘বুধবার রাজশাহী যাওয়া পথে নেতা-কর্মীদের ব্যাপক হয়রানি করা হয়েছে। মহিলা দলের নেতা-কর্মীরাও পুলিশের হয়রানির হাত থেকে রেহাই পায়নি।’ 

গতকাল বগুড়া-ঢাকা ও বগুড়া-রংপুর মহাসড়ক ছাড়াও বিভিন্ন আঞ্চলিক মহাসড়ক ঘুরে দেখা গেছে। সব রুটেই বাস চলাচল বন্ধ। জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন, তাদের যোগাযোগ মাধ্যম অটোরিকশা এবং মোটরসাইকেল। 

চাকরিজীবী ও শ্রমিকেরা জানান, বাস না থাকায় তাঁদের অটোরিকশায় কর্মস্থলে যেতে হচ্ছে। এতে করে সময় ও টাকা বেশি লাগছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ধান কাটা কৃষি শ্রমিকেরা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকেরা বাস না পেয়ে ট্রাকে অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়ি ফিরছেন।

রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, বগুড়ার তিনটি বাস টার্মিনাল থেকে দেশের ৩৪টি রুটে ১২০০ বাস চলাচল করে। ধর্মঘটের কারণে ১ হাজার ২০০ বাস চলাচল বন্ধ রয়েছে। 

চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দেখা গেছে, বাস চলাচল বন্ধ রয়েছে। তবে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বাসগুলো চলাচল করছে। সেখানে পুলিশ এবং ট্রাফিক পুলিশের পৃথক দল তল্লাশি করছে। ট্রাফিক ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, বিভিন্ন মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে। তিনি বলেন, ‘দুপুর ২টা পর্যন্ত পাঁচটি মোটরসাইকেলে মামলা করা হয়েছে। দুজন মোটরসাইকেল আরোহীকে ছুরিসহ আটক করা হয়েছে।’ 

এদিকে জেলা যুবদলের আহ্বায়ক  খাদেমুল ইসলাম বলেন, শুক্রবার অথবা শনিবার সুবিধামতো সময়ে তিন হাজার মোটরসাইকেলের একটি বহন রাজশাহীতে বিএনপির সমাবেশে যোগ দেওয়ার জন্য রওনা দেবে। তবে কোনো সময় এবং কোনো স্থান থেকে নেতা-কর্মীদের মোটরসাইকেল বহরে রওনা দেবে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত