নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে গানে গানে কিংবদন্তি কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোরের ৬৭তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। নন্দন সাহিত্য একাডেমির উদ্যোগে আজ শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরীর লালন শাহ মুক্তমঞ্চে এই অনুষ্ঠান হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় নন্দন সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ সাইদুর রহমান সাঈদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন অ্যান্ড্রু কিশোরের বোন শিখা বিশ্বাস।
এ সময় শিখা বিশ্বাস বলেন, ‘অ্যান্ড্রু কিশোরের জন্মদিনে এত সুন্দর আয়োজন করায় নন্দন সাহিত্য একাডেমিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এভাবেই যুগ যুগ বেঁচে থাকবেন শিল্পী অ্যান্ড্রু কিশোর। পরকালে অ্যান্ড্রু কিশোরের শান্তি কামনায় সবার কাছে দোয়া চাই।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যান্ড্রু কিশোরের বোনজামাই প্যাট্রিক বিপুল বিশ্বাস, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় কুমার বসাক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাশেদুল ফিরোজ প্রমুখ।
আলোচনা শেষে সংগীতানুষ্ঠান শুরু হয়। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রবি কিশোর, রাশেদুল ফিরোজ, সাউথিয়া জামান মিম, সোহেল মাহমুদ প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সাজানো ছিল অ্যান্ড্রু কিশোরের গানে। অনুষ্ঠানের একপর্যায়ে শিল্পীর জন্মদিন উপলক্ষে দর্শক-শ্রোতাদের চকলেট উপহার দেওয়া হয়।
বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন। এ শহরেই তাঁর বেড়ে ওঠা। মরণব্যাধি ক্যানসারের কাছে পরাজিত হয়ে ২০২০ সালের ৬ জুলাই রাজশাহীতে বোনের বাসায় তিনি মারা যান।
রাজশাহীতে গানে গানে কিংবদন্তি কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোরের ৬৭তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। নন্দন সাহিত্য একাডেমির উদ্যোগে আজ শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরীর লালন শাহ মুক্তমঞ্চে এই অনুষ্ঠান হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় নন্দন সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ সাইদুর রহমান সাঈদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন অ্যান্ড্রু কিশোরের বোন শিখা বিশ্বাস।
এ সময় শিখা বিশ্বাস বলেন, ‘অ্যান্ড্রু কিশোরের জন্মদিনে এত সুন্দর আয়োজন করায় নন্দন সাহিত্য একাডেমিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এভাবেই যুগ যুগ বেঁচে থাকবেন শিল্পী অ্যান্ড্রু কিশোর। পরকালে অ্যান্ড্রু কিশোরের শান্তি কামনায় সবার কাছে দোয়া চাই।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যান্ড্রু কিশোরের বোনজামাই প্যাট্রিক বিপুল বিশ্বাস, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় কুমার বসাক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাশেদুল ফিরোজ প্রমুখ।
আলোচনা শেষে সংগীতানুষ্ঠান শুরু হয়। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রবি কিশোর, রাশেদুল ফিরোজ, সাউথিয়া জামান মিম, সোহেল মাহমুদ প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সাজানো ছিল অ্যান্ড্রু কিশোরের গানে। অনুষ্ঠানের একপর্যায়ে শিল্পীর জন্মদিন উপলক্ষে দর্শক-শ্রোতাদের চকলেট উপহার দেওয়া হয়।
বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন। এ শহরেই তাঁর বেড়ে ওঠা। মরণব্যাধি ক্যানসারের কাছে পরাজিত হয়ে ২০২০ সালের ৬ জুলাই রাজশাহীতে বোনের বাসায় তিনি মারা যান।
টাঙ্গাইলের সখীপুরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গতকাল মঙ্গলবার একদিনেই পাঁচজন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে। এ নিয়ে চলতি বছর উপজেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর
২৪ মিনিট আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসে দুই ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ বুধবার তৃতীয় দিনের অবরোধ কর্মসূচি চলছে। আজকের কর্মসূচিকে ঘিরে উপজেলা পরিষদ কার্যালয়ের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে এখন মাঠজুড়ে কৃষকের আমন ধান রোপণের ব্যস্ততা চলছে। বর্ষার পানি নেমে আসায় উপজেলার কৃষকরা জমিতে আমন রোপণের কাজে লেগে পড়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক-শ্রমিকেরা হাটু পানিতে দাঁড়িয়ে চারা রোপণ করছেন।
২ ঘণ্টা আগেকর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর দুই পাশে যাত্রী সাধারণ দুর্ভোগে পড়েছেন। গতকাল দিবাগত রাত ৩ টা থেকে রাঙামাটির কাপ্তাই লেক থেকে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে নদীতে পানি ছাড়া হচ্ছে।
২ ঘণ্টা আগে