Ajker Patrika

আওয়ামী লীগ নেতা মঞ্জু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২৪, ১৭: ০৬
Thumbnail image

নাটোরের লালপুরের গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর রহমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে পৌর আওয়ামী লীগ। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের প্রবেশপথের সামনে লালপুর-বনপাড়া সড়কের দুই পাশে ব্যানার নিয়ে গোপালপুর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় শত শত নারী ও পুরুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তব্য দেন নিহত মঞ্জুর রহমানের মা রাহেলা বেগম, ভাই গোপালপুর পৌরসভার কমিশনার মাসুদ রানা, লালপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজ আল হক ভূইয়া, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি হৃদয় ইসলাম প্রমুখ। 

বক্তব্যে তাঁরা বলেন, মঞ্জুর রহমানকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের অবিলম্বে আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পরে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন নেতা–কর্মীরা। 

আওয়ামী লীগ নেতা মঞ্জুর রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধনউল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাত ১১টার দিকে গোপালপুর পৌরসভার আজিজনগর রেলস্টেশনে একটি দোকানের সামনে মনজুর রহমান মঞ্জুকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে মাথায় এবং পেটে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনার পরিদন নিহতের ভাই মাসুদ রানা বাদী হয়ে ১৬ জনের নামে হত্যা মামলা করেন। ওই দিনই মামলায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত