পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় ককটেল বিস্ফোরণে নিকবার হোসেন (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল ও পাঁচটি পেট্রলবোমা জব্দ করেছে পুলিশ।
গতকাল রোববার রাত ১০টার দিকে সাঁথিয়া পৌরসভার ১৬৫ নম্বর শশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে আহত যুবক নেকবাল পলাতক রয়েছেন। তিনি উপজেলার করমজা ইউনিয়নের আফড়া পশ্চিমপাড়া গ্রামের হাচেন সরদারের ছেলে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে শশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে হঠাৎ বিকট শব্দ শুনতে পান এলাকাবাসী। তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বিদ্যালয়ের নিচে ছয়টি লালটেপ জড়ানো ককটেল এবং পাঁচটি কাচের বোতলে পেট্রলবোমা পড়ে আছে। স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রলবোমা জব্দ করে।
স্থানীয় বাসিন্দা রাজা হোসেন ও হেলাল উদ্দিন বলেন, ‘রাত ১০টার দিকে আমরা হঠাৎ তিনবার বিকট শব্দ শুনতে পাই। ঘটনাস্থলে গিয়ে ককটেল ও পেট্রলবোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দিই।’
এ ঘটনায় পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী, অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি সাইদুর রহমান বলেন, ‘বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রলবোমা জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোমা ককটেল বানানোর সময় বিস্ফোরণ হতে পারে। তবে কেন সেগুলো তৈরি করা হয়েছিল তদন্ত করে বলা যাবে। রহস্য উদ্ঘাটন এবং আহত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কেউ অভিযোগ দেয়নি।’
পাবনার সাঁথিয়ায় ককটেল বিস্ফোরণে নিকবার হোসেন (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল ও পাঁচটি পেট্রলবোমা জব্দ করেছে পুলিশ।
গতকাল রোববার রাত ১০টার দিকে সাঁথিয়া পৌরসভার ১৬৫ নম্বর শশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে আহত যুবক নেকবাল পলাতক রয়েছেন। তিনি উপজেলার করমজা ইউনিয়নের আফড়া পশ্চিমপাড়া গ্রামের হাচেন সরদারের ছেলে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে শশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে হঠাৎ বিকট শব্দ শুনতে পান এলাকাবাসী। তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বিদ্যালয়ের নিচে ছয়টি লালটেপ জড়ানো ককটেল এবং পাঁচটি কাচের বোতলে পেট্রলবোমা পড়ে আছে। স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রলবোমা জব্দ করে।
স্থানীয় বাসিন্দা রাজা হোসেন ও হেলাল উদ্দিন বলেন, ‘রাত ১০টার দিকে আমরা হঠাৎ তিনবার বিকট শব্দ শুনতে পাই। ঘটনাস্থলে গিয়ে ককটেল ও পেট্রলবোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দিই।’
এ ঘটনায় পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী, অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি সাইদুর রহমান বলেন, ‘বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রলবোমা জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোমা ককটেল বানানোর সময় বিস্ফোরণ হতে পারে। তবে কেন সেগুলো তৈরি করা হয়েছিল তদন্ত করে বলা যাবে। রহস্য উদ্ঘাটন এবং আহত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কেউ অভিযোগ দেয়নি।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি পাহাড়ের সব জনগোষ্ঠীকে নিয়ে কাজ করবে। এখানে কোনো বৈষম্য রাখা হবে না। অতীতে বৈষম্যের কারণে পাহাড়ে সমস্যা তৈরি করা হয়েছে।
৬ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবরার ফারাবীর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগে যুক্ত থাকার বিষয়টি সামনে এসেছে। ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার সময়ে তাঁর ফেসবুকে দেওয়া জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরবিরোধী বেশ কয়েকটি পোস্ট ছড়িয়ে পড়েছে।
১৪ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় মহাসড়কের দুটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিক্ষোভের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।
২১ মিনিট আগেখুলনা নগরীর পর এবার ডুমুরিয়া উপজেলায় বিষাক্ত মদ পানে দুজনের মৃত্যুর খবর জানা গেছে। তাঁদের একজন গত শুক্রবার রাতে এবং অপরজন গতকাল শনিবার রাতে মারা গেছেন। এ ছাড়া আরও কয়েকজন খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
২৫ মিনিট আগে