Ajker Patrika

পত্রিকার এজেন্টের ছেলে মারধর, দুই আ. লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সিরাজগঞ্জ প্রতিনিধি
পত্রিকার এজেন্টের ছেলে মারধর, দুই আ. লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সিরাজগঞ্জের বেলকুচিতে পত্রিকার এজেন্টের ছেলেকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (১২ মার্চ) মামলার নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় বেলকুচি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহরিয়ার হোসেন এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

এই মামলার আসামিরা হলেন—বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমিনুল ইসলাম ও বেলকুচি পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদত হোসেন মুন্না। 

বাদী পক্ষের আইনজীবী নাসিম সরকার হাকিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৯ জুন ফেসবুকে মাদক বিরোধী পোস্ট দেন পত্রিকার এজেন্ট দৌলত মন্ডলের ছেলে নাবিল মন্ডল। এ নিয়ে ১০ জুন বেলকুচি পৌর ভূমি অফিসের সামনে নাবিলের দোকান ‘শাফিন কনফেকশনারী’ লুটপাটসহ তাঁর ওপর হামলা চালানো হয়। এই ঘটনায় নাবিল মন্ডল বাদী হয়ে গত ১৪ জুন বেলকুচি থানায় মামলা দায়ের করেন। এতে আসামি করা হয়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমিনুল ইসলাম ও বেলকুচি পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদত হোসেন মুন্নাসহ ১৩ জনকে। এই মামলায় দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত