Ajker Patrika

‘প্রেমিকার’ সামনে বিষপানের পর বুকে ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ০০: ০৪
‘প্রেমিকার’ সামনে বিষপানের পর বুকে ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

রাজশাহীতে কথিত প্রেমিকার সামনে কীটনাশক পানের পর বুকে ছুরি চালিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে। 
 
নিহত যুবকের নাম বুলবুল আহমেদ (২৬)। রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ নয়াপাড়া গ্রামে তাঁর বাড়ি। বুলবুল ফার্নিচার ব্যবসায়ী ছিলেন। ঘটনার সময় বুলবুলের প্রেমিকা (২০) ও তাঁর বান্ধবী (২০) উপস্থিত ছিলেন। 
 
পুলিশ সূত্রে জানা গেছে, বুলবুল অবিবাহিত, তবে প্রেমিকা বিবাহিত। তাঁর সন্তানও আছে। তাঁর বাড়ি পুঠিয়া উপজেলায়। জিজ্ঞাসাবাদের জন্য দুই তরুণীকে হেফাজতে নিয়েছে পুলিশ। 
 
পুলিশের হেফাজতে নেওয়ার আগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ঘটনা সম্পর্কে জানতে চাইলে ওই তরুণী সাংবাদিকদের সামনে কোনো কথা বলতে রাজি হননি। তবে তাঁর বান্ধবী জানিয়েছেন, একটি রেস্তোরাঁয় বুলবুল প্রথমে কীটনাশক পান করেন। এরপর নিজের বুকে ছুরি চালান। তাঁরা তাঁকে রামেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন। 
 
ঘটনার পর পুলিশ ওই রেস্তোরাঁয় গিয়ে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখেছে। ওই তিনজন রেস্তোরাঁয় বসে আছেন এমন ফুটেজ দেখা গেছে। তবে সিসি ক্যামেরার কিছু অংশের ফুটেজ পাওয়া যায়নি। পুলিশ ক্যামেরার ডিভিআর জব্দ করেছে।

রেস্তোরাঁর মালিক বলেন, তাঁদের সিসি ক্যামেরা ঠিকঠাক মতো সব সময় কাজ করে না। তাই সবকিছু ধারণ হয়নি। ঘটনার সময় তিনি রেস্তোরাঁয় ছিলেন না। কর্মীরা তাঁকে জানিয়েছেন, যুবকের আত্মহত্যার কোনো ঘটনা তাঁরা দেখেননি। বরং, ওই তিনজন খাবার পার্সেল নিয়েছেন এবং বুলবুল বিল পরিশোধ করেছেন।
 
নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, দুই তরুণীর বর্ণনা মতে ঘটনাস্থল শহরের একটি রেস্তোরাঁ। পুলিশ বিষয়টি তদন্ত করছে। 

ওসি জানান, রেস্তোরাঁয় বুলবুল শাড়ি, থ্রি-পিস, লকেটসহ আরও কিছু উপহার নিয়ে গিয়েছিলেন। একটা ডায়েরি পাওয়া গেছে। ব্যাগে একটা চিরকুটও পাওয়া গেছে। ‘মানুষের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন দরকার, তেমনি বুলবুলেরও বাঁচার জন্য (তরুণীর নাম) দরকার’- এ ধরনের কথা লেখা আছে। 

ওসি বলেন, এটা হত্যা নাকি আত্মহত্যা তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। তবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। অভিমানে এটা হতে পারে। কেন ঘটেছে সেটিও দুই বান্ধবীকে জিজ্ঞাসাবাদের পর বলা যাবে। সে কারণে হাসপাতাল থেকে তাঁদের দুজনকেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্ত শেষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত