বগুড়া প্রতিনিধি
বগুড়া শহরে এক নারীকে জিম্মি করে তাঁরই ব্যক্তিগত গাড়িচালক নাজমুল হোসেন সাজাত (৪২) নগদ ও স্বর্ণালংকারসহ ২১ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেন। গত সোমবারের এ ঘটনায় মামলা হলে গাড়িচালককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার সাজাত বগুড়া শহরের মধ্য বৃন্দাবনপাড়ার বাসিন্দা। তিনি বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় রানার সিটিতে বসবাসকারী শাপলা শাহীন নামের এক নারীর ব্যক্তিগত গাড়িচালক ছিলেন।
মামলার বাদী শাপলা শাহীন আজকের পত্রিকাকে বলেন, তাঁর প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে তিনি দুই শিশুসন্তান নিয়ে রানার সিটিতে নিজের বাসায় থাকতেন। নাজমুল হোসেন সাজাত এক বছর ধরে তাঁর ব্যক্তিগত গাড়িচালকের কাজ করতেন।
শাপলা শাহীন বলেন, সোমবার ভোরে গাড়িচালক সাজাত বাসায় আসেন। সকাল ৭টার দিকে ছোট সন্তানকে স্কুলে দিয়ে আসেন। সকাল সাড়ে ৯টার দিকে বড় সন্তানকে স্কুলে দিয়ে সোয়া ১০টায় বাসায় ফেরেন তিনি। গ্যারেজে ঢোকার পর বাসার প্রধান ফটক বন্ধ করে চালক তাঁর দুই হাত বেঁধে ফেলেন এবং মুখে স্কচটেপ লাগিয়ে দেন। এরপর চাকু বের করে ভয় দেখিয়ে তাঁকে নিয়ে বাসায় ঢোকেন।
শাপলা শাহীন আরও বলেন, এ সময় তাঁর কাছ থেকে চাবি নিয়ে আলমারি খুলে নগদ ৭ লাখ ৮০ হাজার টাকা, ৭০০ ইউএস ডলার, ১৩ ভরি স্বর্ণের গয়নাসহ ২১ লাখ ৬০ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যান সাজাত। এ ঘটনায় পরদিন রাতে তিনি বাদী হয়ে গাড়িচালক সাজাতের নামে বগুড়া সদর থানায় মামলা করেন।
এদিকে র্যাবের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা এলাকা থেকে গাড়িচালক নামজুল হোসেন সাজাতকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১ লাখ ১২ হাজার টাকা, সমুদয় স্বর্ণালংকার, বিভিন্ন দেশের ২৬০টি কয়েন, ডলার সদৃশ তিনটি ম্যাগনেটিক শোপিচ এবং একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিকে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বগুড়া শহরে এক নারীকে জিম্মি করে তাঁরই ব্যক্তিগত গাড়িচালক নাজমুল হোসেন সাজাত (৪২) নগদ ও স্বর্ণালংকারসহ ২১ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেন। গত সোমবারের এ ঘটনায় মামলা হলে গাড়িচালককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার সাজাত বগুড়া শহরের মধ্য বৃন্দাবনপাড়ার বাসিন্দা। তিনি বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় রানার সিটিতে বসবাসকারী শাপলা শাহীন নামের এক নারীর ব্যক্তিগত গাড়িচালক ছিলেন।
মামলার বাদী শাপলা শাহীন আজকের পত্রিকাকে বলেন, তাঁর প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে তিনি দুই শিশুসন্তান নিয়ে রানার সিটিতে নিজের বাসায় থাকতেন। নাজমুল হোসেন সাজাত এক বছর ধরে তাঁর ব্যক্তিগত গাড়িচালকের কাজ করতেন।
শাপলা শাহীন বলেন, সোমবার ভোরে গাড়িচালক সাজাত বাসায় আসেন। সকাল ৭টার দিকে ছোট সন্তানকে স্কুলে দিয়ে আসেন। সকাল সাড়ে ৯টার দিকে বড় সন্তানকে স্কুলে দিয়ে সোয়া ১০টায় বাসায় ফেরেন তিনি। গ্যারেজে ঢোকার পর বাসার প্রধান ফটক বন্ধ করে চালক তাঁর দুই হাত বেঁধে ফেলেন এবং মুখে স্কচটেপ লাগিয়ে দেন। এরপর চাকু বের করে ভয় দেখিয়ে তাঁকে নিয়ে বাসায় ঢোকেন।
শাপলা শাহীন আরও বলেন, এ সময় তাঁর কাছ থেকে চাবি নিয়ে আলমারি খুলে নগদ ৭ লাখ ৮০ হাজার টাকা, ৭০০ ইউএস ডলার, ১৩ ভরি স্বর্ণের গয়নাসহ ২১ লাখ ৬০ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যান সাজাত। এ ঘটনায় পরদিন রাতে তিনি বাদী হয়ে গাড়িচালক সাজাতের নামে বগুড়া সদর থানায় মামলা করেন।
এদিকে র্যাবের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা এলাকা থেকে গাড়িচালক নামজুল হোসেন সাজাতকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১ লাখ ১২ হাজার টাকা, সমুদয় স্বর্ণালংকার, বিভিন্ন দেশের ২৬০টি কয়েন, ডলার সদৃশ তিনটি ম্যাগনেটিক শোপিচ এবং একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিকে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১৩ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
৪৩ মিনিট আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
২ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সাদাপাথরে লুটে আলোচনা-সমালোচনার সপ্তাহখানেক পর শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীর বাদী হয়ে এই মামল
৩ ঘণ্টা আগে