Ajker Patrika

বউভাতের দই-মিষ্টি আনতে গিয়ে লাশ হলেন গতকাল বিয়ে করা সাজেদুর

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৩৮
বউভাতের দই-মিষ্টি আনতে গিয়ে লাশ হলেন গতকাল বিয়ে করা সাজেদুর

সাজেদুর রহমান (২৪) গতকাল শুক্রবার বিয়ে করেছেন। আজ শনিবার বাড়িতে বউভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। গরু-খাসি জবাই করে বাড়িতে চলছে রান্নার কাজ। বাজার থেকে দই-মিষ্টি আনতে গিয়েছিলেন তিনি। ফেরার পথে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন তিনি। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর ভগ্নিপতি মিশন রহমান। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সাজেদুর নওগাঁর আত্রাই উপজেলার নন্দনালী গ্রামের আজাদুল প্রামাণিকের ছেলে। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার শুঁটকিগাছা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আত্রাই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারিকুল ইসলাম বলেন, ‘সাজেদুরকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। তাঁর ভগ্নিপতিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়টি আমাদের জানানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত