নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর কৃতী সন্তান ও জনপ্রিয় প্লেব্যাক সম্রাট কণ্ঠশিল্পী প্রয়াত এন্ড্রু কিশোরের স্মৃতি ধরে রাখতে রাজশাহী নগরীর একটি সড়ক ‘এন্ড্রু কিশোর সরণি’ করার দাবি উঠেছে। রাজশাহীর সাধারণ জনগণের পাশাপাশি বিশিষ্টজনেরা এ দাবিতে এককাট্টা হয়ে কর্মসূচি পালন করেছেন।
আজ রোববার (১ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এ দাবি তোলা হয়েছে। রাজশাহীর সাধারণ জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও এন্ড্রু কিশোরের ভক্তরা অংশ নেন।
ঘণ্টাব্যাপী আয়োজিত মানববন্ধনে বক্তারা রাজশাহী নগরীর যেকোনো একটি সড়ক অথবা স্থাপনা এন্ড্রু কিশোরের নামে করার দাবি জানান। তাঁরা বলেন, দেশব্যাপী জনপ্রিয় প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর রাজশাহীর কৃতী সন্তান। তাঁকে ঘিরে রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গন বিস্তৃত। তাই নতুন প্রজন্মের মধ্যে এন্ড্রু কিশোরের স্মৃতি ধরে রাখতে তাঁর নামে যেকোনো সড়ক ও স্থাপনায় সরণি করা প্রয়োজন। রাজশাহীতে জন্ম নেওয়া ক্ষণজন্মা এ শিল্পী দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও কণ্ঠ ছাড়িয়ে রাজশাহীকে উজ্জ্বল করে রেখেছেন।
বক্তারা রাজশাহী সিটি করপোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘নগরপিতা হিসেবে আপনার কাছে অনুরোধ রেখে বলতে চাই, রাজশাহীতে এন্ড্রু কিশোর সরণি স্থাপন এখন সময়ের দাবি। এন্ড্রু কিশোর শুধু রাজশাহীর কৃতী সন্তান নন, তিনি রাজশাহীর হয়ে সারা দেশের কোটি ভক্তের মধ্যে সুরের মূর্ছনা ছড়িয়ে গেছেন। তাই তাঁর নাম স্মরণীয় করে রাখতে রাজশাহীতে এন্ড্রু কিশোর সরণি প্রতিষ্ঠা জরুরি।’ ভবিষ্যতে এ দাবিতে রাজশাহীবাসীকে আরও সোচ্চার হয়ে আওয়াজ তোলার দাবি জানান বক্তারা।
মানববন্ধন কর্মসূচিতে রাজশাহী নগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী বিশ্ববিদ্যালয় আওয়ামী কর্মকর্তা পরিষদের সভাপতি মিশফাক আলী টুটুল, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের সাবেক ভিপি রায়হান হালিম, ওসমান গণি প্রমুখ বক্তব্য দেন। তাঁরা এ দাবিতে শিগগির সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সংশ্লিষ্টদের স্মারকলিপি দেওয়ার কথা জানান।
রাজশাহীর কৃতী সন্তান ও জনপ্রিয় প্লেব্যাক সম্রাট কণ্ঠশিল্পী প্রয়াত এন্ড্রু কিশোরের স্মৃতি ধরে রাখতে রাজশাহী নগরীর একটি সড়ক ‘এন্ড্রু কিশোর সরণি’ করার দাবি উঠেছে। রাজশাহীর সাধারণ জনগণের পাশাপাশি বিশিষ্টজনেরা এ দাবিতে এককাট্টা হয়ে কর্মসূচি পালন করেছেন।
আজ রোববার (১ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এ দাবি তোলা হয়েছে। রাজশাহীর সাধারণ জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও এন্ড্রু কিশোরের ভক্তরা অংশ নেন।
ঘণ্টাব্যাপী আয়োজিত মানববন্ধনে বক্তারা রাজশাহী নগরীর যেকোনো একটি সড়ক অথবা স্থাপনা এন্ড্রু কিশোরের নামে করার দাবি জানান। তাঁরা বলেন, দেশব্যাপী জনপ্রিয় প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর রাজশাহীর কৃতী সন্তান। তাঁকে ঘিরে রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গন বিস্তৃত। তাই নতুন প্রজন্মের মধ্যে এন্ড্রু কিশোরের স্মৃতি ধরে রাখতে তাঁর নামে যেকোনো সড়ক ও স্থাপনায় সরণি করা প্রয়োজন। রাজশাহীতে জন্ম নেওয়া ক্ষণজন্মা এ শিল্পী দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও কণ্ঠ ছাড়িয়ে রাজশাহীকে উজ্জ্বল করে রেখেছেন।
বক্তারা রাজশাহী সিটি করপোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘নগরপিতা হিসেবে আপনার কাছে অনুরোধ রেখে বলতে চাই, রাজশাহীতে এন্ড্রু কিশোর সরণি স্থাপন এখন সময়ের দাবি। এন্ড্রু কিশোর শুধু রাজশাহীর কৃতী সন্তান নন, তিনি রাজশাহীর হয়ে সারা দেশের কোটি ভক্তের মধ্যে সুরের মূর্ছনা ছড়িয়ে গেছেন। তাই তাঁর নাম স্মরণীয় করে রাখতে রাজশাহীতে এন্ড্রু কিশোর সরণি প্রতিষ্ঠা জরুরি।’ ভবিষ্যতে এ দাবিতে রাজশাহীবাসীকে আরও সোচ্চার হয়ে আওয়াজ তোলার দাবি জানান বক্তারা।
মানববন্ধন কর্মসূচিতে রাজশাহী নগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী বিশ্ববিদ্যালয় আওয়ামী কর্মকর্তা পরিষদের সভাপতি মিশফাক আলী টুটুল, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের সাবেক ভিপি রায়হান হালিম, ওসমান গণি প্রমুখ বক্তব্য দেন। তাঁরা এ দাবিতে শিগগির সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সংশ্লিষ্টদের স্মারকলিপি দেওয়ার কথা জানান।
টাঙ্গাইলের সখীপুরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গতকাল মঙ্গলবার একদিনেই পাঁচজন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে। এ নিয়ে চলতি বছর উপজেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর
২৫ মিনিট আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসে দুই ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ বুধবার তৃতীয় দিনের অবরোধ কর্মসূচি চলছে। আজকের কর্মসূচিকে ঘিরে উপজেলা পরিষদ কার্যালয়ের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে এখন মাঠজুড়ে কৃষকের আমন ধান রোপণের ব্যস্ততা চলছে। বর্ষার পানি নেমে আসায় উপজেলার কৃষকরা জমিতে আমন রোপণের কাজে লেগে পড়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক-শ্রমিকেরা হাটু পানিতে দাঁড়িয়ে চারা রোপণ করছেন।
২ ঘণ্টা আগেকর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর দুই পাশে যাত্রী সাধারণ দুর্ভোগে পড়েছেন। গতকাল দিবাগত রাত ৩ টা থেকে রাঙামাটির কাপ্তাই লেক থেকে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে নদীতে পানি ছাড়া হচ্ছে।
২ ঘণ্টা আগে