Ajker Patrika

সাঁথিয়ায় ফোন পেয়ে রাতে বাড়ি থেকে বের হন বাবু, সকালে মিলল লাশ

পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৪: ১৩
নছিমনচালক বাবুর লাশ উদ্ধারের খবর পেয়ে এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকা
নছিমনচালক বাবুর লাশ উদ্ধারের খবর পেয়ে এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকা

পাবনার সাঁথিয়ায় রাতে একজনের ফোন পেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সকালে বাবু হোসেন (৩৮) নামের এক নছিমনচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বারোআনি ক্যানেলের পাশে পেঁয়াজের খেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। বাবু উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ডহরজানি গ্রামের শহিদুর রহমানের ছেলে।

বাবুর স্ত্রীর বরাত দিয়ে তাঁর ছোট ভাই মনিরুল ইসলাম বলেন, গতকাল বুধবার রাত ১১টার দিকে আরেক নছিমনচালক আব্দুল ওহাব ফকির মোবাইলে ফোন দিয়ে বাবুকে ডেকে নিয়ে যান। এরপর রাতে আর তিনি বাড়ি ফেরেননি। সকালে বারোআনি ক্যানেলের পাশে পেঁয়াজের খেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে বাবুর মরদেহ উদ্ধার করে।

বাবুর মৃত্যুর খবরে স্বজনের আহাজারি। ছবি: আজকের পত্রিকা
বাবুর মৃত্যুর খবরে স্বজনের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

বাবুর চাচাতো ভাই অনিক হাসান বলেন, ‘রাতে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি ভাবিকে বলে গেছেন, ওহাব ফকির তাঁকে ডেকেছে, সেখানে যাচ্ছেন। তাড়াতাড়ি চলে আসবেন। কিন্তু তিনি আর ফেরেননি। সকালে তাঁর লাশ পাওয়া গেল। আমাদের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে ওহাব ফকির পলাতক রয়েছেন।’

এ বিষয়ে জানতে চাইলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কীভাবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। তার পরও এ ঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত