Ajker Patrika

বাগাতিপাড়ায় প্রতিমা বিসর্জন পর্যন্ত মাঠে থাকবে আ. লীগের দুই হাজার কর্মী 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২২, ২০: ৫২
বাগাতিপাড়ায় প্রতিমা বিসর্জন পর্যন্ত মাঠে থাকবে আ. লীগের দুই হাজার কর্মী 

শারদীয় দুর্গোৎসবে উগ্রপন্থীদের অস্থিতিশীলতা রুখতে নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামী লীগের প্রায় দুই হাজার কর্মী মাঠে থাকবে। আজ রোববার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দয়ারামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস এ ঘোষণা দেন। 

আব্দুল কুদ্দুস জানান, প্রতিমা বিসর্জন পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগের প্রায় দুই হাজার কর্মী। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় পূজার সপ্তমীতে নয় শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে আওয়ামী লীগের নেতা কর্মীরা। শোভাযাত্রাটি উপজেলার দয়ারামপুর হতে শুরু হয়। 

আব্দুল কুদ্দুস বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন, ধর্ম যার যার, উৎসব সবার। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের এই বৃহৎ উৎসবকে আমরা ভাগাভাগি করে নিয়েছি। এরপরও একটি গোষ্ঠী বারবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে। চলমান পূজার উৎসবকে নিরবচ্ছিন্ন রাখতে এবং কোনো উগ্র গোষ্ঠী যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে এ কারণে আওয়ামী লীগ কর্মীরা মাঠে থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত