Ajker Patrika

শজিমেকে প্রিজন সেলের কারারক্ষীকে ছুরিকাঘাত, তদন্তে কর্তৃপক্ষ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ২২: ১৯
শজিমেকে প্রিজন সেলের কারারক্ষীকে ছুরিকাঘাত, তদন্তে কর্তৃপক্ষ

বগুড়ায় আব্দুস সালাম নামের এক কারারক্ষী ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে জানা গেছেন। আজ সোমবার সন্ধ্যা সাতটায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। 

এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান। 

পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কারারক্ষী আব্দুস সালাম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় তলায় প্রিজন সেলে ডিউটি করছিলেন। ডিউটিরত অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনের দোকানে মোবাইল ফোনে ফ্লেক্সিলোড দিচ্ছিলেন। এ সময় তিনজন যুবক সেখানে আসেন এবং কোনো কথা না বলেই কারারক্ষী সালামের বাঁ ঊরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করা করা হয়।’ 

ভুক্তভোগী কারারক্ষী আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘যারা ছুরিকাঘাত করেছে তাদের কাউকে আমি চিনি না। তা ছাড়া আমার সঙ্গে কারও শত্রুতাও নাই।’ 

এ বিষয়ে বগুড়া জেলা কারাগারের জেল সুপার মনির আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ছুরিকাঘাতে খবর পেয়ে কারাগার থেকে একটি টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছেন। কেন কারারক্ষী সালামকে ছুরিকাঘাত করা হলো সে বিষয়ে কিছু জানা যায়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত