Ajker Patrika

ট্রলির ধাক্কায় ব্যবসায়ী নিহতের মামলায় চালক কারাগারে 

রাবি প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ১০
ট্রলির ধাক্কায় ব্যবসায়ী নিহতের মামলায় চালক কারাগারে 

রাজশাহীতে ইটবোঝাই ট্রলির ধাক্কায় ব্যবসায়ী নিহতের ঘটনায় করা মামলায় ট্রলিচালক আব্দুর রহমান বর্ষণকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

এর আগে গতকাল বিকেলে নগরীর বেলপুকুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে নগরীর বোয়ালিয়া থানায় তাঁকে হস্তান্তর করা হয়। 

গ্রেপ্তার চালক কাটাখালী এলাকার লিটনের ছেলে। নিহত ব্যক্তির নাম কামাল হোসেন। তিনি ভ্রাম্যমাণ মুরগি ব্যবসায়ী। 

এ বিষয়ে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, গ্রেপ্তার চালককে র‍্যাব থানায় হস্তান্তর করেছে। আজ সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

গত ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর ভদ্রা থেকে তালাইমারীগামী বাবুল পেট্রল পাম্পের সামনে বেপরোয়া গতিতে একটি ইটবোঝাই ট্রলি ব্যবসায়ী কামালকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে তিনি নিহত হন। 

পরে নিহত কামালের ভাতিজা আফজাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত চালক ও হেলপারের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিলেন ইউপি চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত