চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণে মা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা যুবলীগের সহসভাপতি শহিদুল ইসলাম শহিদ ও তাঁর মা ফাহমিনা বেগম। ঘটনার পর অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য শহিদের ভাই আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
আহত যুবলীগ নেতা শহিদুল ইসলামের সৎমা আজেমা বেগম জানান, রাতে ফাহমিনা ও শহিদুল ইসলাম তাঁদের ঘরে অবস্থান করছিলেন। এ সময় ঘরের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে ঘরের মধ্যে মা ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়া হয় এবং গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, শক্তিশালী ককটেল বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘরের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কয়েক রকমের কেমিক্যাল ও বিস্ফোরণের আলামত জব্দ করা হয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নাম না প্রকাশ করার শর্তে স্থানীয়রা জানান, ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে তাঁরা আহত হয়েছেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বলেন, আহত শহিদুল ইসলাম শহিদের বিরুদ্ধে দুটি বিস্ফোরকসহ সাতটি মামলা রয়েছে। মামলাগুলো আদালতে বিচারাধীন।
সদর হাসপাতালের চিকিৎসক ফরহাদ সুইট জানান, ফাহমিনা বেগমের মুখ, ডান হাত ও পায়ে স্প্লিন্টারের আঘাত রয়েছে। অন্যদিকে ছেলে শহিদুল ইসলামের বুকে, মুখে ও ডান হাতে স্প্লিন্টার ঢুকে গুরুতর আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, খুব কাছ থেকেই বিস্ফোরণে তাঁরা আহত হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণে মা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা যুবলীগের সহসভাপতি শহিদুল ইসলাম শহিদ ও তাঁর মা ফাহমিনা বেগম। ঘটনার পর অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য শহিদের ভাই আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
আহত যুবলীগ নেতা শহিদুল ইসলামের সৎমা আজেমা বেগম জানান, রাতে ফাহমিনা ও শহিদুল ইসলাম তাঁদের ঘরে অবস্থান করছিলেন। এ সময় ঘরের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে ঘরের মধ্যে মা ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়া হয় এবং গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, শক্তিশালী ককটেল বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘরের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কয়েক রকমের কেমিক্যাল ও বিস্ফোরণের আলামত জব্দ করা হয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নাম না প্রকাশ করার শর্তে স্থানীয়রা জানান, ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে তাঁরা আহত হয়েছেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বলেন, আহত শহিদুল ইসলাম শহিদের বিরুদ্ধে দুটি বিস্ফোরকসহ সাতটি মামলা রয়েছে। মামলাগুলো আদালতে বিচারাধীন।
সদর হাসপাতালের চিকিৎসক ফরহাদ সুইট জানান, ফাহমিনা বেগমের মুখ, ডান হাত ও পায়ে স্প্লিন্টারের আঘাত রয়েছে। অন্যদিকে ছেলে শহিদুল ইসলামের বুকে, মুখে ও ডান হাতে স্প্লিন্টার ঢুকে গুরুতর আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, খুব কাছ থেকেই বিস্ফোরণে তাঁরা আহত হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী মকস বিলে বেড়ানোর সময় নৌকা ডুবে নিখোঁজ তিন বন্ধুর মধ্যে শনিবার সকালে একজনের এবং বিকেলে আরেকজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল ও ফায়ার সার্ভিস। তবে এখনো একজন নিখোঁজ রয়েছে। তিনজনই এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে বলে জানা গেছে।
১৬ মিনিট আগেসম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬ লাখ টাকা। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা প্রতি মাসে স্বাস্থ্যসেবা বাবদ বরাদ্দ পাবেন মাত্র ৬ টাকা ৬৮ পয়সা; যা প্রয়োজনের তুলনায় খুবই সীমিত বলে মনে ক
১৯ মিনিট আগেরাজধানীর ভাটারা এলাকা থেকে অপহৃত ফল ব্যবসায়ী জাকির হোসেনকে (৫৫) উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা-পুলিশ। একই সঙ্গে অপহরণে জড়িত থাকার অভিযোগে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
২১ মিনিট আগেতাঁদের অভিযোগ, কয়েক দিন আগে পুরোনো অ্যান্ড্রয়েড ফোন কেনা নিয়ে পুলিশের সঙ্গে সিজুর বিরোধ তৈরি হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় ডেকে নেওয়ার পর তাঁর মৃত্যু ঘটে। বক্তারা বলেন, ‘সিজু সাঁতার জানত। সে পালানোর সময় পানিতে ঝাঁপ দিয়ে মারা যায়নি। পুলিশই পরিকল্পিতভাবে হত্যা করেছে।’ এই হত্যার ২৪ ঘণ্টার মধ্যে
২৩ মিনিট আগে