নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নওগাঁর এক তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে প্রচারের দায়ে শাফিউল ইসলাম ওরফে শাফিকে (২৫) কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন আদালত।
আজ সোমবার সকালে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার রায় ঘোষণা করেন। দুটি ধারার প্রতিটিতে আসামিকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার প্রতি এক লাখ অনাদায়ের জন্য আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সোমবার সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার রায় ঘোষণা করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসমত আরা জানান, শাফিউল ইসলামের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার হাসানপুর গ্রামে। ভুক্তভোগী তরুণী (২১) একসঙ্গেই পড়াশোনা করতেন। শাফিউল এই তরুণীর নামে নকল একটি ফেসবুক আইডি খুলেছিলেন। সেখানে ওই তরুণীর আপত্তিকর ছবি এবং ভিডিও পোস্ট করা হতো। এ ছাড়া মেসেঞ্জারের মাধ্যমে তরুণীর আত্মীয়দের কাছেও পাঠানো হতো। ২০২১ সালের ২ জানুয়ারি ওই তরুণী রাজশাহী শহরে তাঁর এক আত্মীয়ের বাসায় ছিলেন। তখন ফেসবুকে তার নামে খোলা নকল আইডি এবং সেখানে পোস্ট করা ছবি ও ভিডিও চোখে পড়ে।
এরপর ওই তরুণী ২০২১ সালের ২০ মে নগরীর শাহমখদুম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শাফিউলের বিরুদ্ধে মামলা করেন। সাক্ষ্যগ্রহণ শেষে আজ ওই মামলার রায় ঘোষণা করা হয়।
আইনজীবী ইসমত আরা জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
নওগাঁর এক তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে প্রচারের দায়ে শাফিউল ইসলাম ওরফে শাফিকে (২৫) কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন আদালত।
আজ সোমবার সকালে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার রায় ঘোষণা করেন। দুটি ধারার প্রতিটিতে আসামিকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার প্রতি এক লাখ অনাদায়ের জন্য আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সোমবার সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার রায় ঘোষণা করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসমত আরা জানান, শাফিউল ইসলামের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার হাসানপুর গ্রামে। ভুক্তভোগী তরুণী (২১) একসঙ্গেই পড়াশোনা করতেন। শাফিউল এই তরুণীর নামে নকল একটি ফেসবুক আইডি খুলেছিলেন। সেখানে ওই তরুণীর আপত্তিকর ছবি এবং ভিডিও পোস্ট করা হতো। এ ছাড়া মেসেঞ্জারের মাধ্যমে তরুণীর আত্মীয়দের কাছেও পাঠানো হতো। ২০২১ সালের ২ জানুয়ারি ওই তরুণী রাজশাহী শহরে তাঁর এক আত্মীয়ের বাসায় ছিলেন। তখন ফেসবুকে তার নামে খোলা নকল আইডি এবং সেখানে পোস্ট করা ছবি ও ভিডিও চোখে পড়ে।
এরপর ওই তরুণী ২০২১ সালের ২০ মে নগরীর শাহমখদুম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শাফিউলের বিরুদ্ধে মামলা করেন। সাক্ষ্যগ্রহণ শেষে আজ ওই মামলার রায় ঘোষণা করা হয়।
আইনজীবী ইসমত আরা জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আলফাজ উদ্দিন শেখ (৫৮) নিজ কার্যালয়ে অসুস্থ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে নগরের সিঅ্যান্ডবি রোডে মৎস্য ভবনে তাঁর দপ্তরে বসে শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত শেবাচিম হাসপাতালে নেওয়া হয়।
৪ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান ওহিদ এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. নাসিরুদ্দিন তালুকদারের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ আগামী ১ বছরের জন্য স্থগিত করা
১৯ মিনিট আগেচুয়াডাঙ্গার দর্শনায় দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় মাছুরা খাতুন (৩০) নামের এক নারী মারা গেছেন। আজ সোমবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে আহত অবস্থায় মাছুরা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসার পরই তিনি মারা যান।
৩১ মিনিট আগেগোমস্তাপুরে নারীর (৪০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার যুগিবাড়ি পাংলার বিল এলাকার একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে