Ajker Patrika

মহিলা আওয়ামী লীগ নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে মাদ্রাসাছাত্র আটক

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
মহিলা আওয়ামী লীগ নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে মাদ্রাসাছাত্র আটক

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে সিয়াম সরকার (২০) নামে এক মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ‘কটূক্তি’ করার অভিযোগে ওই ছাত্রকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে ভাঙ্গুড়া থানা-পুলিশ। 

আটক সিয়াম সরকার উপজেলার খানমরিচ ইউনিয়নের বৃদ্ধ মরিচ গ্রামের তাইবুর রহমানের ছেলে। তিনি পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার তারাশ থানার নওগাঁ ফাজিল মাদ্রাসার ফাজিল ক্লাসের ছাত্র। 

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি। শোক র‍্যালিটি একটি ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় অপর একটি আইডি থেকে র‍্যালিতে থাকা ব্যক্তিদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করা হয়। পরে গতকাল শুক্রবার রাতে ইউনিয়ন ছাত্রলীগের নেতারা সিয়াম সরকারকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘ফেসবুকে মহিলা লীগ নেতা-কর্মীকে নিয়ে কটূক্তি করায় ওই যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত