Ajker Patrika

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু, ছেলে গুরুতর আহত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৮: ৪৮
বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু, ছেলে গুরুতর আহত

বগুড়া শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নিহতের ছেলে। 

আজ মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের সাজাপুর রাধারঘাট এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এক অজ্ঞাতনামা গাড়ির সঙ্গে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

নিহত ব্যক্তি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান (৫২)। তাঁর গুরুতর আহত ছেলের নাম মমেত (৮)। নিহত খলিল বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ছেলেকে নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। 

নিহত খলিলুরের কাছে থাকা ১ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করে হেফাজতে রেখেছে হাইওয়ে পুলিশ।

শজিমেক হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ফাঁড়ির (টিএএসআই) লালন হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় আহত ওই ছেলের অবস্থা আশঙ্কাজনক। তাঁর একটি পা বাজেভাবে ভেঙে গেছে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। তার চিকিৎসা চলছে।

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রজিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আজ (মঙ্গলবার) দুপুরে মোটরসাইকেলে বগুড়া সদরের পল্লীমঙ্গলে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন খলিলুর ও তাঁর ছেলে মমেত। খলিলুর নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথিমধ্যে সাজাপুর এলাকার একটি পাম্পের সামনে কোনো বাস অথবা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খলিলুর রহমান মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় ছেলে মমেতকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই আরও বলেন, দুর্ঘটনায় জড়িত গাড়িটি এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা গাড়ি এবং অজ্ঞাতনামা পরিচয়ে আসামি করে থানায় মামলা করেছে।

এদিকে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক আজকের পত্রিকাকে বলেন, নিহত খলিলুর রহমান সদর উপজেলার দপ্তর সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত