শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়া শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নিহতের ছেলে।
আজ মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের সাজাপুর রাধারঘাট এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এক অজ্ঞাতনামা গাড়ির সঙ্গে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান (৫২)। তাঁর গুরুতর আহত ছেলের নাম মমেত (৮)। নিহত খলিল বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ছেলেকে নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন।
নিহত খলিলুরের কাছে থাকা ১ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করে হেফাজতে রেখেছে হাইওয়ে পুলিশ।
শজিমেক হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ফাঁড়ির (টিএএসআই) লালন হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় আহত ওই ছেলের অবস্থা আশঙ্কাজনক। তাঁর একটি পা বাজেভাবে ভেঙে গেছে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। তার চিকিৎসা চলছে।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রজিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আজ (মঙ্গলবার) দুপুরে মোটরসাইকেলে বগুড়া সদরের পল্লীমঙ্গলে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন খলিলুর ও তাঁর ছেলে মমেত। খলিলুর নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথিমধ্যে সাজাপুর এলাকার একটি পাম্পের সামনে কোনো বাস অথবা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খলিলুর রহমান মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় ছেলে মমেতকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই আরও বলেন, দুর্ঘটনায় জড়িত গাড়িটি এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা গাড়ি এবং অজ্ঞাতনামা পরিচয়ে আসামি করে থানায় মামলা করেছে।
এদিকে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক আজকের পত্রিকাকে বলেন, নিহত খলিলুর রহমান সদর উপজেলার দপ্তর সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো।
বগুড়া শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নিহতের ছেলে।
আজ মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের সাজাপুর রাধারঘাট এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এক অজ্ঞাতনামা গাড়ির সঙ্গে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান (৫২)। তাঁর গুরুতর আহত ছেলের নাম মমেত (৮)। নিহত খলিল বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ছেলেকে নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন।
নিহত খলিলুরের কাছে থাকা ১ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করে হেফাজতে রেখেছে হাইওয়ে পুলিশ।
শজিমেক হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ফাঁড়ির (টিএএসআই) লালন হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় আহত ওই ছেলের অবস্থা আশঙ্কাজনক। তাঁর একটি পা বাজেভাবে ভেঙে গেছে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। তার চিকিৎসা চলছে।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রজিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আজ (মঙ্গলবার) দুপুরে মোটরসাইকেলে বগুড়া সদরের পল্লীমঙ্গলে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন খলিলুর ও তাঁর ছেলে মমেত। খলিলুর নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথিমধ্যে সাজাপুর এলাকার একটি পাম্পের সামনে কোনো বাস অথবা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খলিলুর রহমান মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় ছেলে মমেতকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই আরও বলেন, দুর্ঘটনায় জড়িত গাড়িটি এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা গাড়ি এবং অজ্ঞাতনামা পরিচয়ে আসামি করে থানায় মামলা করেছে।
এদিকে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক আজকের পত্রিকাকে বলেন, নিহত খলিলুর রহমান সদর উপজেলার দপ্তর সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো।
পায়ে বল্লমের আঘাতে অসুস্থ হওয়া বন্য হাতিটির দ্বিতীয় দফায় চিকিৎসা করেছে বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগ। আজ রোববার (১৮ মে) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা কালাপানি পাহাড়ের বড়খোল এলাকার গহিন জঙ্গলে হাতিটির চিকিৎসা দেওয়া হয়। এর আগে ১ মে হাতিটির পায়ের ক্ষতস্থান পরিষ্কার করে অ্যান্টিবায়োটিক...
৬ মিনিট আগেছাত্র-জনতার অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে গিয়ে আহত এক যুবলীগ নেতা জুলাই যোদ্ধা হিসেবে অনুদান পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১৪ মে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আহত জুলাই যোদ্ধা হিসেবে ‘সি ক্যাটাগরিতে’ এক লাখ টাকার চেক গ্রহণ করেন তিনি।
৯ মিনিট আগেবাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) আসন্ন ৪৮তম বিশেষ বিসিএসে ৫০০ ডেন্টাল সার্জন নিয়োগের দাবি জানিয়েছেন ডেন্টাল চিকিৎসকেরা। আজ রোববার রাজধানীর শাহবাগ মোড়ে ‘বাংলাদেশ ডেন্টাল ঐক্য পরিষদের’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান বিডিএস ডিগ্রিধারী বিসিএস প্রার্থীরা।
১৩ মিনিট আগেহবিগঞ্জে পৌনে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি গত শুক্রবার থেকে আজ রোববার পর্যন্ত টানা তিন দিন জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
১৯ মিনিট আগে