Ajker Patrika

বাবাকে জমি বুঝিয়ে দেন না দাদা, কিশোর গ্যাংয়ের দলনেতার ককটেলবাজি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৯: ৪৫
বাবাকে জমি বুঝিয়ে দেন না দাদা, কিশোর গ্যাংয়ের দলনেতার ককটেলবাজি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৈতৃক জমি বুঝিয়ে না দেওয়ায় দাদার বাড়িতে ককটেল হামলা ও ভাঙচুর চালিয়েছে রিসাত নামের কিশোর গ্যাংয়ের এক নেতা। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ধুমি হায়াতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত না হলেও বাড়ির নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে।

বৃদ্ধ আব্দুস সালামের দাবি, বড় ছেলেকে জমি বুঝিয়ে না দেওয়ার কারণে নাতি রিসাতের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা গতকাল রাত ৮টার দিকে অর্ধশত ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বাড়ির জানালা, দরজা ও বৈদ্যুতিক মিটার ভাঙচুর করে।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, মূলত পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ককটেলবাজি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে। অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত