Ajker Patrika

শিবগঞ্জে ঘুমের মধ্যে সাপের ছোবল, আম ব্যবসায়ীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জে ঘুমের মধ্যে সাপের ছোবল, আম ব্যবসায়ীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাপের ছোবলে ঘুমন্ত এক আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার কানসাট কলাবাড়ী এলাকার মেসার্স এলাহী ভরসা এন্টারপ্রাইজ ফল ভান্ডারের আড়তে এই ঘটনা ঘটে।

সাপের ছোবলে আম ব্যবসায়ীর মৃত্যু হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়রা খান।

মারা যাওয়া আম ব্যবসায়ী হলেন মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের মোতালেব হোসেন মাতব্বরের ছেলে মহম্মদ আলী (৪০)। পরে মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান মহম্মদ আলীর স্বজনেরা।

আমের আড়তের মালিক মেসার্স এলাহী ভরসা এন্টারপ্রাইজের মালিক আবু সালেহ বলেন, ‘রোববার রাতে মহম্মদ আলীসহ আরও কয়েকজন আম ব্যাপারী আড়তে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে একটি বিষাক্ত সাপ মহম্মদ আলীকে ছোবল দিয়ে আমের ক্যারেটের সারির ভেতর ঢুকে পড়ে। পরে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে সাপে কাটার ভ্যাকসিন না দিয়ে স্বাভাবিক চিকিৎসা চালিয়ে যান চিকিৎসকেরা। সকাল ৯টার দিকে অবস্থান অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলার ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে যাওয়ার পথে মারা যান তিনি।’

আবু সালেহ অভিযোগ করে বলেন, ‘রাতেই যদি উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ অথবা রাজশাহীতে স্থানান্তর করা হতো তাহলে ভ্যাকসিন দিয়ে বাঁচানো যেত। কিন্তু চিকিৎসক ভ্যাকসিন না দিয়ে অবহেলা করেছেন।’

এদিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মশিউর রহমান মানিক বলেন, ‘চিকিৎসায় অবহেলা বা গাফিলতি করা হয়নি। নিয়ম মেনেই চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়রা খান বলেন, ‘মৃত ব্যক্তির স্বজনরা আমার কাছে এসেছিলেন। তাঁরা মৌখিকভাবে অভিযোগ করেছেন। তাঁদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত