Ajker Patrika

নিখোঁজের পাঁচ দিন পর ডোবায় মিলল রিকশাচালকের মরদেহ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৬: ৫৬
নিখোঁজের পাঁচ দিন পর ডোবায় মিলল রিকশাচালকের মরদেহ

পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের পাঁচ দিন পর বাড়ির পাশের ডোবা থেকে সুমন আলী (৩৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে শহরের পিয়ারপুরে পশ্চিম পাথরপাড়া থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি শহরের পিয়ারাখালী এলাকার বাসিন্দা ইমান আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সুমন আলী নেশাগ্রস্ত ছিলেন। কয়েক দিন আগে নেশার ঘোরে তাঁর শরীরে অস্থিরতা বেড়ে যায়। গত শুক্রবার থেকে পরিবারের লোকজন তাঁকে খুঁজে পাচ্ছিলেন না। আজ দুপুরে বাড়ির পাশে একটি ডোবায় তাঁর লাশ ভাসতে দেখে এক ব্যক্তি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দুপুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। তিনি নেশাগ্রস্ত ছিল বলে জেনেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের থেকে এখনো লিখিত অভিযোগ পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত