শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে মহাসড়কে দূরপাল্লার বাসের ধাক্কায় একজন ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। এই দুর্ঘটনায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। শনিবার বেলা পৌনে ২টায় ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার মির্জাপুরের রাজাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ইজিবাইক গাড়ির যাত্রী আবদুল হাই (৫৫) উপজেলার মির্জাপুর ইউনিয়নের বীরগ্রামের বাসিন্দা। এই দুর্ঘটনায় ইজিবাইকের চালক উপজেলার আরংশাইল গ্রামের দুদু মিয়া (৫০), যাত্রী তালতা গ্রামের সাদ্দাম হোসেন (১৮) ও বাসের যাত্রী গোবিন্দগঞ্জ জেলার আফসানা (২৬) আহত হয়েছে।
তাদের মধ্যে সাদ্দাম হোসেন ও আফসানা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুদু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার একটি পা ভেঙে গেছে। শেরপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাবলিহা তাসফিয়া অনন্যা আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা বলেন, ঢাকাগামী নাবিল পরিবহনের বাসটি শেরপুর উপজেলার মির্জাপুরের রাজাপুরে পৌঁছালে পশ্চিম দিক থেকে হঠাৎ একটি ব্যাটারিচালিত ইজিবাইক মহাসড়কে ওঠে। এ সময় বাসটির সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের পাশে গর্তে উল্টে যায়। মূলত ইজিবাইকটিকে রক্ষা করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। বলে তারা জানান।
তবে নাবিল পরিবহন বাসের চেকার শাহিন আলম বলেন, মহাসড়কের ওই স্থানে ইজিবাইক গাড়িটি রক্ষা করতে গিয়ে তাদের বাসটি মহাসড়কের পাশে নির্মাণাধীন কাজের গর্তের মধ্যে উল্টে যায়। এতে তাদের বাসের একজন যাত্রী আহত হয়েছেন।
এ বিষয়ে শেরপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাদির হোসেন বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে যাই। তবে স্থানীয়রা এর আগেই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জয়নাল আবদিন সরকার বলেন, এই দুর্ঘটনা কোনো ইজিবাইক গাড়ির সঙ্গে ঘটেছে কিনা আমাদের জানা নেই। আমরা ঘটনাস্থলে শুধু একটি দূরপাল্লার বাস পেয়েছি। সেটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আর এই ঘটনায় হতাহতের কোনো তথ্য আমাদের কাছে নাই।
বগুড়ার শেরপুরে মহাসড়কে দূরপাল্লার বাসের ধাক্কায় একজন ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। এই দুর্ঘটনায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। শনিবার বেলা পৌনে ২টায় ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার মির্জাপুরের রাজাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ইজিবাইক গাড়ির যাত্রী আবদুল হাই (৫৫) উপজেলার মির্জাপুর ইউনিয়নের বীরগ্রামের বাসিন্দা। এই দুর্ঘটনায় ইজিবাইকের চালক উপজেলার আরংশাইল গ্রামের দুদু মিয়া (৫০), যাত্রী তালতা গ্রামের সাদ্দাম হোসেন (১৮) ও বাসের যাত্রী গোবিন্দগঞ্জ জেলার আফসানা (২৬) আহত হয়েছে।
তাদের মধ্যে সাদ্দাম হোসেন ও আফসানা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুদু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার একটি পা ভেঙে গেছে। শেরপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাবলিহা তাসফিয়া অনন্যা আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা বলেন, ঢাকাগামী নাবিল পরিবহনের বাসটি শেরপুর উপজেলার মির্জাপুরের রাজাপুরে পৌঁছালে পশ্চিম দিক থেকে হঠাৎ একটি ব্যাটারিচালিত ইজিবাইক মহাসড়কে ওঠে। এ সময় বাসটির সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের পাশে গর্তে উল্টে যায়। মূলত ইজিবাইকটিকে রক্ষা করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। বলে তারা জানান।
তবে নাবিল পরিবহন বাসের চেকার শাহিন আলম বলেন, মহাসড়কের ওই স্থানে ইজিবাইক গাড়িটি রক্ষা করতে গিয়ে তাদের বাসটি মহাসড়কের পাশে নির্মাণাধীন কাজের গর্তের মধ্যে উল্টে যায়। এতে তাদের বাসের একজন যাত্রী আহত হয়েছেন।
এ বিষয়ে শেরপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাদির হোসেন বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে যাই। তবে স্থানীয়রা এর আগেই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জয়নাল আবদিন সরকার বলেন, এই দুর্ঘটনা কোনো ইজিবাইক গাড়ির সঙ্গে ঘটেছে কিনা আমাদের জানা নেই। আমরা ঘটনাস্থলে শুধু একটি দূরপাল্লার বাস পেয়েছি। সেটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আর এই ঘটনায় হতাহতের কোনো তথ্য আমাদের কাছে নাই।
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। সিঙ্গাইর থানার পুলিশ আজ বৃহস্পতিবার ভোররাতে ঢাকার মিরপুর এলাকা থেকে মিরপুর থানার পুলিশের সহযোগিতায় সায়েদুলকে গ্রেপ্তার করে।
১ মিনিট আগেরাজশাহী কলেজে অনার্স বা স্নাতকের (সম্মান) ফরম পূরণের অতিরিক্ত ফি কমিয়ে শিক্ষার্থীবান্ধব করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
৪ মিনিট আগেনাটোরের লালপুরে একটি খামারে ১৮০ গ্রাম ওজনের একটি মুরগির ডিম পাওয়া গেছে। যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণত মুরগির ডিমের ওজন ৫০-৬০ গ্রাম হয়ে থাকে। সেখানে এই বিশাল আকৃতির ডিম দেখে বিস্মিত এলাকাবাসী। ডিমটি দেখতে অনেকে ভিড় জমাচ্ছেন।
১০ মিনিট আগেভঙ্গুর স্বাস্থ্য খাত সংস্কারে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সিভিল সার্জন অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনার চারটি মেডিকেল কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।
১৩ মিনিট আগে