Ajker Patrika

রাজশাহীতে ট্রাকচাপায় বাইক আরোহী পলিটেকনিক ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    
রাজশাহীর পদ্মা আবাসিকের ১ নম্বর রোডে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীর পদ্মা আবাসিকের ১ নম্বর রোডে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে পাথরবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার পদ্মা আবাসিকের ১ নম্বর রোডে দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মোজাহিদুল ইসলাম অভ্র (২২)। তিনি রাজশাহী নগরের শিরোইল কলোনি এলাকার মো. কালামের ছেলে। মোজাহিদুল ইসলাম রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান।

ওসি মতিয়ার বলেন, পাথরবোঝাই একটি ট্রাক মোজাহিদুলের মোটরসাইকেলকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মোজাহিদুলের মৃত্যু হয়।

স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া দিয়েছিলেন। মেহেরচণ্ডি এলাকার ফ্লাইওভারের কাছে চালক ট্রাক ফেলে পালিয়ে যান বলে জানান ওসি মতিয়ার। তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পরিবার যেভাবে চাইবে সেভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আইনি প্রক্রিয়া শেষে নিহত শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত