Ajker Patrika

নওগাঁয় ধর্মঘট প্রত্যাহার, বাস চলাচল স্বাভাবিক

নওগাঁ প্রতিনিধি
Thumbnail image

সিএনজিচালিত অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে ৩৩ ঘণ্টা বন্ধ থাকার পর নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার দুপুর তিনটার দিকে বাস চলাচল শুরু হয়। 

এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা সব রুটে বাস চলাচল বন্ধ রাখে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক গ্রুপ। 

আজ বুধবার দুপুরে সমস্যা নিরসনে শহরের বালুডাঙা বাস টার্মিনালে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে জেলা বাস মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতারাও উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে পরিবহন নেতাদের সঙ্গে সাধারণ শ্রমিকদের একটি প্রতিনিধি দল বৈঠকে বসেন। 

বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে পরিবহন নেতারা সাধারণ শ্রমিকদের বাস চালানোর আহ্বান জানালে শ্রমিকেরা তাতে সম্মত হন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দুপুর ৩টা থেকে সব রুটে বাস চলাচল শুরু করে। তবে অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের দ্বন্দ্বের ঘটনাটি নিয়ে দুর্গাপূজা শেষ হলে আবারও নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম মতিউজ্জামান মতি। 

পরিবহনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহাসড়কে অটোরিকশা চালাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ এই দ্বন্দ্বের সূত্রপাত। ওই ঘটনার পর সোমবার সন্ধ্যায় নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে অটোরিকশার নিবন্ধন প্রদান, সড়কে চলাচলে বাধা দেওয়াসহ অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও মালিকেরা সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেন। 

এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনার জেরে গতকাল মঙ্গলবার ভোর থেকে বাস ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিক ও শ্রমিকেরা। সেই সঙ্গে অটোরিকশার মালিকেরাও তাঁদের অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। তবে আজ বুধবার সকাল থেকে সড়কে অটোরিকশা চলাচল স্বাভাবিক ছিল। 

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম মতিউজ্জামান মতি আজকের পত্রিকাকে বলেন, আগের নিয়মেই সড়কে অটোরিকশা চলবে। তবে মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যের ওপর হামলার ঘটনায় দুর্গাপূজার পর আবারও বৈঠক হবে। আপাতত বাস চলাচল স্বাভাবিক থাকবে। 

দুপুর ৩টার পর বাস চলাচল স্বাভাবিক হয়। ছবি: আজকের পত্রিকাজেলা বাস মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘বাস মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের আহ্বানে দুপুরে শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে আমাদের পক্ষ থেকে সাধারণ শ্রমিকদের কাছে আহ্বান ছিল দুর্গোৎসবের কথা চিন্তা করে যাতে শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করেন। আমাদের আহ্বানে সাড়া দিয়ে শ্রমিকেরা বাস চালাতে রাজি হয়। তবে শ্রমিকদের শর্তে দুর্গাপূজা শেষ হলে আবারও নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

এ ব্যাপারে জানতে চাইলে নওগাঁ সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিক হোসেন বলেন, ‘গত সোমবারের ঘটনাটি ওই রাতেই সমাধান হয়েছিল। এরপর বাস চলাচলের কথা থাকলেও তাঁরা (বাসমালিক) বন্ধ রাখে। পরে জানতে পারলাম অন্য কোনো ঘটনায় তাঁরা বাস বন্ধ রেখেছে। কিন্তু আমাদের সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি তাঁরা সামনে নিয়ে আসছে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সংগঠনের সিদ্ধান্তের পর জনগণের ভোগান্তি যেন না হয় এ জন্য সকাল থেকেই সিএনজি চলাচল স্বাভাবিক রেখেছি।’ 

এদিকে বাস চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। আজ সকালে নওগাঁ শহরের বালুডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনালে জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা বিভিন্ন রুটের যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 

সাধারণ যাত্রীরা জানায়, প্রায় দুই দিন ধরে বাস চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েন হাজারো মানুষ। বাস না পেয়ে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশায় করে বেশি টাকা ভাড়া দিয়ে জেলার বিভিন্ন গন্তব্যে যেতে হয় যাত্রীদের। কিছুদিন পরপর বাস বন্ধ থাকে, কিন্তু ভোগান্তি হয় জনগণের। সমস্যাগুলো দীর্ঘস্থায়ী সমাধানের দাবিও জানান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত