Ajker Patrika

মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিক লাঞ্ছনার অভিযোগ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৯: ৫৮
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিক লাঞ্ছনার অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে চান্দাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে অশ্লীল ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ উঠেছে। গত সোমবার বিকেলে উপজেলার চান্দাই উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। 

এদিকে মঙ্গলবার শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে এবং সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা ও উপজেলা কমিটি। 

ভুক্তভোগী শিক্ষকের নাম ওবায়েদুল হক সরকার (৪৬)। তিনি উপজেলার চান্দাই গ্রামের মৃত খাদেমুল ইসলামের ছেলে। তিনি চান্দাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

প্রধান শিক্ষক ওবায়েদুল হক সরকার বলেন, ‘বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে গ্রীষ্মকালীন খেলা চলছিল। হঠাৎ করেই চান্দাই গ্রামের মৃত আব্দুস সামাদ সরকারের ছেলে ওয়াদুদ সরকার (৪০) স্কুলের ভেতরে প্রবেশ করে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। আমি প্রতিবাদ করলে আমাকে থাপ্পড় মারতে এগিয়ে আসে। এ সময় বাধা দিতে গেলে ওই গ্রামের শাজানের ছেলে বাবু হোসেনকে (৩৬) মারপিট করে আহত করে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ 

প্রধান শিক্ষক আরও বলেন, ‘ওয়াদুদ সরকারের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। তবে দুই মাস আগে স্কুল ম্যানেজিং কমিটিতে তাঁর মনোনীত ব্যক্তির নাম না দেওয়ায় এই ঘটনা ঘটিয়েছেন।’ 

দশম শ্রেণির শিক্ষার্থী মুক্তাদুর রহমান বলে, ‘আমাদের প্রধান শিক্ষককে নির্যাতনের জন্য আমরা বিক্ষোভ করেছি। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। বিচার না হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।’ 

মঙ্গলবার দুপুরে উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি কলেজে স্বাধীনতা শিক্ষক পরিষদ সংবাদ সম্মেলন করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানিয়েছে। 

স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা সভাপতি মো. তুঘলক বলেন, ‘সুষ্ঠু বিচার করা না হলে সকল বিদ্যালয়কে নিয়ে বৃহত্তর আন্দোলন করা হবে।’ এ সময় উপস্থিত ছিলেন, জেলা সভাপতি মো. তুঘলক, উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, সম্পাদক সামসুর রহমান শাহিন, প্রভাষক আব্দুল করিম প্রমুখ। 

এ ঘটনায় অভিযুক্ত ওয়াদুদ সরকার বলেন, ‘খেলা নিয়ে দ্বন্দ্ব চলছিল। আমি প্রধান শিক্ষককে বলেছি, আপনি এখানে উপস্থিত থাকতে দ্বন্দ্ব হয়। তাঁকে মারপিট বা গালিগালাজ করা হয় নাই।’ 

এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত