Ajker Patrika

করোনাভাইরাসে বগুড়ায় আরও ৬ জনের মৃত্যু

প্রতিনিধি, বগুড়া
করোনাভাইরাসে বগুড়ায় আরও ৬ জনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন করোনায় মারা গেছেন। তাঁদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন ৩ জন। বাকি ৩ জন মারা গেছেন বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪১৬ জনে। আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩১১টি নমুনা পরীক্ষায় করে ১১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ১৮৫ জন। মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৩৯ জন। চিকিৎসাধীন রয়েছেন ৯৩২ জন।

নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ১০০ জন, শিবগঞ্জের ৩ জন, আদমদীঘি-কাহালুর-শাজাহানপুরের ২ জন করে, শেরপুর-ধুনট-গাবতলী উপজেলার ১ জন করে রয়েছেন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৩৬ দশমিক ০১ শতাংশ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৯ নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত