Ajker Patrika

বড়াইগ্রামে মাইক্রোবাস ও প্রাইভেট কারের সংঘর্ষ, আম ব্যবসায়ী নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১২: ৩৪
বড়াইগ্রামে মাইক্রোবাস ও প্রাইভেট কারের সংঘর্ষ, আম ব্যবসায়ী নিহত

নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও প্রাইভেট কারের সংঘর্ষে আব্দুল করিম (৪৫) নামের এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত আব্দুল করিম রাজধানীর আমিনবাজার এলাকার বাসিন্দা। 

প্রাইভেট কারের যাত্রী দেলোয়ার বলেন, ‘আম কেনার জন্য চারজন মিলে রাজশাহী গিয়েছিলাম। সকাল ৭টার দিকে প্রাইভেট কারে রওনা দিয়ে ঢাকায় ফেরার পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় প্রাইভেট কারটি দুর্ঘটনায় পড়ে। এতে চালকসহ চারজন আহত হই। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল করিমকে মৃত ঘোষণা করেন।’ 

মাইক্রোবাসের যাত্রী নীরব মণ্ডল জানান, তাঁরা বিদেশফেরত মামাসহ ৯ জন নিয়ে ভোর ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাইক্রোবাসে নওগাঁ জেলার আত্রাইয়ে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাঁর মামা নাজমুল (৩৫), মামাতো বোন বৈশাখী খাতুন (১৪), যাত্রী মহাব্বত আলী (৬৫) ও চালক সোলেমান আলী আহত হন। 

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, মাইক্রোবাস ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। লাশ হস্তান্তরের প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ছাঁটাই নিয়ে টেলিকম খাতে অস্থিরতা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা

গভীর রাতে সংবাদ সম্মেলন, আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত