Ajker Patrika

শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন ভাঙ্গুড়ার মাহবুব

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১১: ০২
শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন ভাঙ্গুড়ার মাহবুব

শিক্ষা ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২ পেলেন পাবনার ভাঙ্গুড়ার মাহবুব উল আলম বাবলু। গতকাল শুক্রবার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষ আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

জানা গেছে, মাহবুব স্থানীয় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। তিনি ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের ভাঙ্গুড়া সংবাদদাতা। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে কলেজে শিক্ষকতা এবং ৪০ বছর ধরে মফস্বল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমানের হাত থেকে তিনি সম্মাননা ক্রেস্ট ও সনদ নেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন ও শেরেবাংলা রিসার্চ কাউন্সিল।

শেরেবাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, ভারতের বিশিষ্ট সমাজকর্মী মোশাররফ হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত